Bigg Boss OTT 2 Latest Updates: সঞ্চালকের আসনে রয়েছেন সলমন খান। রিয়েলিটি শো স্ট্রিম হচ্ছে জিও সিনেমায়।
ফালাক এবং জাদ শো থেকে বাদ
‘বিগ বস ওটিটি ২’-এর দুই প্রতিযোগী ফালাক নাজ এবং জাদ হাদিদকে রিয়েলিটি শো থেকে বহিষ্কৃত হয়েছে। ফালাক এবং জাদ ছাড়াও, আশিকা ভাটিয়া, অবিনাশ সচদেব, এলভিশ যাদব, এবং জিয়া শঙ্কর এই সপ্তাহে বহিষ্কৃত হওয়ার জন্য মনোনীত হয়েছিল।
বিগ বসের অনুরাগীরা ফালাক এবং জাদকে শো থেকে বাদ দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন-
টুইট করে এক নেটিজেনের মন্তব্য, ‘ব্রেকিং! জাদ হাদিদ এবং ফালাক নাজকে বিগ বসের ওটিটি ঘর থেকে বহিষ্কার করা হয়েছে। খুশি হলে রিটুইট করুন!’ এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, 'অবশেষে! #BiggBossOtt2 হাউসে স্নেক গ্রুপ থেকে ভালো খবর এবং আর একঘেয়েমি নেই'। আরও পড়ুন: অযোধ্যায় রাম মন্দিরে হাজির ‘সীতা’ দীপিকা! দেখুন দারুণ ছবি
অপর একজন টুইট করে লেখেন, ‘আমি খুব খুশি’। কেউ এটাকে ‘কর্মফল’ বলে উল্লেখ করেছেন। অপর একজন লিখেছেন, ‘একঘেয়ে মানুষ চলে গিয়েছেন অভিষেক জিয়া এবং অবিনাশের সঙ্গে যোগ দেবেন’। শো-এর অপর এক দর্শকের মন্তব্য, ‘টিম এলভিশ এ পথে! তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে খেলাটা খেলেছেন। আসুন শেষ পর্যন্ত তাকে সমর্থন করি’!