একটা সময় সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতা লোখান্ডের পবিত্র রিসতা নিয় কমচর্চা হয়নি। দীর্ঘ সময় লিভ ইন, ২০১৬-র ডিসেম্বরে বিয়ের কথা ছিল দুজনের। কিন্তু আচমকাই ভেঙে যায় সেই সম্পর্ক। চার বছরের মাথায় মৃত্যু হয় সুশান্তের।
সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর পর ফের কাটাছেঁড়া শুরু হয় অঙ্কিতা-সুশান্তের সম্পর্ক নিয়ে। তখন অঙ্কিতা ভিকি জৈনের বাগদত্তা। বছরখানেক আগে ধুমধাম করে বিয়েও সারেন অঙ্কিতা। বিগ বসের চলতি সিজনের অন্যতম চর্চিত প্রতিযোগী তিনি, সঙ্গে রয়েছেন তাঁর স্বামীও।
সম্প্রতি বিগ বসের ঘরে ঝলক দিখলা জা শো-এর প্রসঙ্গ টানেন অঙ্কিতা। এই সেলেব্রিটি ডান্স রিয়ালিটি শো-এর চার নম্বর সিজনে অংশ নিয়েছিলেন সুশান্ত-অঙ্কিতা। তখন তাঁদের মাখামোখো প্রেম। ইশা মালব্য আর অভিষেক কুমারের সঙ্গে গল্প করতে করতে অঙ্কিতা বলেন, সেরা পাঁচে পৌঁছানোর পরেও প্রতিযোগিতা নিয়ে মাথাব্যাথা ছিল না তাঁর। কোরিওগ্রাফার পার্টনার নিশান্তকেও প্রতিযোগিতা নিয়ে চাপ না নেওয়ার পরামর্শ দিতেন অঙ্কিতা।
এরপরই সুশান্তের প্রসঙ্গ টানেন অভিষেক। জিগ্গেস করেন, সুশান্ত কতদূর পৌঁছেছিল। অঙ্কিতা বলেন, ‘ও তো টপে ছিল, টপ টু-তে। আমি বলতাম বেটা তুই হেরে যাস, জিতলে আমার প্রবলেম হয়ে যাবে। ও যেদিন প্রথম ৩০-এ ৩০ পেয়েছিল, আমার সমস্যা হয়ে গিয়েছিল।’ এরপর সুশান্তের প্রাক্তন বলেন, ‘একদিন নাচতে নাচতে ওর পার্টনার (শম্পা) ওর কোলে উঠে পড়েছিল, আমি তো ভাবলাম, হে ভগবান! কোলেই চড়ে গেল তো! খুব রাগ হচ্ছিল। কিন্তু এখন আমি বদলে গিয়েছি। এখন আমি নর্ম্যাল, আগে ছোট ছোট জিনিসে রেগে যেতাম’।
কোরিওগ্রাফার শম্পার সঙ্গে জুটি বেঁধে ঝলকের ওই সিজনের রানার্স আপ হন সুশান্ত। শামাক দাভারের সুযোগ্য ছাত্র ছিলেন সুশান্ত, তাঁর নাচে মুগ্ধ ছিলেন মাধুরী। যদিও বিজয়ীর ট্রফি উঠছিল মেইয়াং চ্যাং-এর হাতে।