দিওয়ালিতে আসছে রোহিত শেট্টির 'সিংঘম এগেইন' এবং আনিস বাজমির হরর কমেডি 'ভুল ভুলাইয়া- থ্রি'। আর ইতিমধ্যেই শুরু হয়েছে এই দুই ছবির অগ্রিম টিকিট বুকিং। দুই ছবির ক্ষেত্রেই চড়া দামে বিকোচ্ছে টিকিট। ভুল ভুলাইয়া- থ্রির টিকিটের দাম শুরু মাত্র ১০০ টাকা থেকে। তবে টিকিটের সর্বোচ্চ দাম শুনলে আপনারও চোখ কপালে উঠবে। জানা যাচ্ছে, সবথেকে দামি টিকিটের দাম ২৭০০ টাকা।
টিকিটের দাম
নিউজ ১৮-এর রিপোর্ট অনুযায়ী, মুম্বই ও দিল্লির মতো মেট্রো শহরে কার্তিক-বিদ্যার ছবির টিকিটের দাম ২,৫০০ টাকারও বেশি। হ্যাঁ, ঠিকই শুনছেন। কোথাও টিকিটের দাম ২-৪০০, কোথাও আবার ২৭০০ টাকা। তবে এক্ষেত্রে সর্বোচ্চ টিকিটের দামের নিরিখে পিছিয়ে নেই অজয়ের 'সিংঘম এগেইন'ও।
মুম্বইয়ের মাইসন পিভিআর: জিও ওয়ার্ল্ড ড্রাইভে ভুল ভুলাইয়া ৩ এবং সিংঘম এগেইন, উভয়েরই টিকিটের দাম ২,৭০০ টাকা। এদিকে, পিছিয়ে নেই দিল্লিও। সেখানকার পিভিআর ডিরেক্টরস কাট ও অ্যাম্বিয়েন্স মলে দুটি সিনেমার জন্যই ২৪০০ টাকার টিকিট বিক্রি হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ১ নভেম্ব অর্থাৎ শুক্রবার প্রথম দিনে ঘরোয়া বক্স অফিসে ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিং-এর মাধ্যমে ৩৫ কোটি টাকা আয় করে ফেলেছে সিংহাম এগেইন। অন্যদিকে এই একই দিনে দেশিয় বক্স অফিসে ২৫ কোটি টাকা আয় করেছে 'ভুল ভুলাইয়া থ্রি'। যদিও কার্তিক আরিয়ান অভিনীত এই ছবির অগ্রিম বুকিং কিছুটা আগেই শুরু হয়েছে। তবে পিভিআর আইনক্স এবং সিনেপোলিসের মতো মাল্টিপ্লেক্স চেনে বুধবার সকাল থেকেই দুই ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়।
আরও পড়ুন-আসছে নতুন ধারাবাহিক 'মিত্তির বাড়ি', আলাপ করুন ধ্রুব-জোনাকিদের সঙ্গে, জানেন কে এই পারিজাত?
আরও পড়ুন-গৌরী নেই, তো কী হয়েছে! শাশুড়িমা সবিতাকেই কাছে টেনে নিয়ে নাচলেন শাহরুখ…তারপর?
‘ভুল ভুলাইয়া- থ্রি’ ও 'সিংঘম এগেইন'
মজার বিষয় হল, দিওয়ালি মুক্তি পেতে চলা ‘ভুল ভুলাইয়া- থ্রি’ ও 'সিংঘম এগেইন'- এই দুটি ছবিই নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির থ্রিকুয়েল। রোহিত শেঠি ও অজয় দেবগনের ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হল 'সিংঘম এগেইন'। ২০১১ সালে মুক্তি পেয়েছিল 'সিংঘম', এরপর ২-১৪ সালে ছবির সিক্যুয়েলটি মুক্তি পায়। আর এবার আসছে ‘সিংঘম এগেইন’। যেখানে অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে কারিনাকে। সূর্যবংশী চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার, সিম্বার চরিত্রে রণবীর সিং, 'লেডি সিংঘম' শক্তি শেঠির ভূমিকায় থাকছেন দীপিকা পাড়ুকোন, এছাড়াও ছবিতে দেখা যাবে টাইগার শ্রফ, অর্জুন কাপুর, রবি কিষাণ এবং জ্যাকি শ্রফকে, অভিনয় করেছেন পরিচালক রোহিত শেট্টি নিজেও। রোহিত শেট্টি পিকচার্স ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত 'সিংহাম এগেইন' ছবির চিত্রনাট্য লিখেছেন মিলাপ জাভেরি।