
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভাস্বর চট্টোপাধ্যায় টলি পাড়ার অতি চেনা মুখ। ছোট পর্দা থেকে বড় পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন তিনি। একই সঙ্গে বর্তমানে তিনি এক সুপ্রতিষ্ঠিত লেখকও বটে। তবে এদিন তিনি না তাঁর কাজ, না লেখালিখির বিষয়ে পোস্ট করলেন। বরং সম্পূর্ণ অন্য একটি বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন। সদ্য নির্বাচিত এমপিকে অভিযোগ জানালেন যাদবপুর কেন্দ্রের একাধিক বেহাল রাস্তা নিয়ে।
আরও পড়ুন: দেশাত্মোবোধের ছোঁয়ায় ভরপুর পদাতিকের প্রথম গান, সোনু-অরিজিতের যুগলবন্দি গায়ে কাঁটা দিতে বাধ্য!
শহরের প্রায় উপকন্ঠে অবস্থিত দাসানি ২ স্টুডিও। তবে সেই স্টুডিও যাওয়ার রাস্তার ভয়াবহ অবস্থা। একটু বৃষ্টিতে পথকে আর পথ বলে মনে হয় না। হয় পুকুর হয়ে যায় সেটা, নইলে রাস্তার দাঁত নখ বেরিয়ে আসে। এবার সেই বিষয়েই অভিযোগ জানালেন গীতা এলএলবির অভিনেতা। প্রসঙ্গত গীতা এলএলবি ধারাবাহিকের শ্যুটিং এখানেই হয়।
এদিন ভাস্বর চট্টোপাধ্যায় তাঁর পোস্টে লেখেন, 'মাননীয়া সায়নী ঘোষ, এই যে রাস্তার ছবিটা দেখছেন এটা যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১৪ থেকে দাসানি দুই স্টুডিওতে শ্যুট করতে আসছি, একই অবস্থা। রোজ মনে হয় গাড়ির বদলে সাইকেল বা পায়ে হেঁটে শ্যুটিং করতে এলে ভালো হত। বর্ষায় কতটা সাংঘাতিক হয়ে ওঠে আশা করব অপনি বুঝবেন। বিগত দিনে কেউ কাজ করেনি। আপনি আশা করি এর সুরাহা করবেন কারণ আপনি তো মন দিয়ে শুধু রাজনীতিটাই করেন। বিনীত ভাস্বর চট্টোপাধ্যায়।'
আরও পড়ুন: কঙ্গনাকে ঠাটিয়ে চড় মহিলা CISF জওয়ানের, আনন্দে রাজপথে মিষ্টি বিলোচ্ছেন এক ব্যক্তি! দেখুন কাণ্ড
অনেকেই তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। তাঁর একাধিক সহ অভিনেতা, অভিনেত্রীরা তাঁকে সমর্থন জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'ভোট পেয়ে গেলে আর ইত্যাদি মনে হয় না কাজ বলে নেতাবাবুদের কাছে!' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'পর্দার বাইরেও যে তোমার বলার সাহস আছে তার জন্য কুর্নিশ তোমাকে' তৃতীয় ব্যক্তির মতে, 'মিমি তাহলে এতদিন ধরে 'রক্তবীজ' এর বাইরে আর কী করলেন?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এরা মন দিয়ে রাজনীতি করে কার স্বার্থে? জনস্বার্থের সাথে এদের স্বার্থের কোনরকম সম্পর্কই নেই! এরা কারা?' পঞ্চম ব্যক্তি লেখেন, 'সায়নী ভালোই কাজ করবে আশা করা যায়। যেদিন থেকে রাজনীতিতে এসেছে হাবভাব দেখে মনে হয়েছে রাজনীতি ও সমাজসেবাটা সিরিয়াসলি করবে বলেই এসেছে। তারপর সময় এর উত্তর দেবে।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports