স্বাধীনতার পরবর্তী সময়ে যখন মহিলারা নিজেদের বক্তব্য রাখতে বা কথা বলতে লজ্জা পেতেন, অন্যের মুখাপেক্ষী হয়ে বেঁচে থাকতেন, সেই সমাজে বেলা দে এমন একজন নারী যিনি বারবার নিজেকে ভেঙ্গেচুরে প্রমাণ করেছেন সকলের সামনে।
কখনও কার্টুনিস্ট, কখনও আবার সরকারি চাকরিতে যোগ দিয়ে, কখনও আবার একের পর এক রান্নার বই লিখে তিনি নিজের প্রতিভার ছাপ রেখে গিয়েছেন পরবর্তী প্রজন্মের কাছেও। অনেকেই আছেন যারা বেলা দে এই নামটি শুধু চেনেন একজন লেখিকা হিসাবেই।
রান্না করতে যারা ভালোবাসেন তাঁদের কাছে রান্নার অবনিবাস, সহস্র এক রান্না, বাঙালির রান্নাঘর, সহজ রান্না সমগ্র, রান্না অভিধান, টিফিনের টুকিটাকি এই সমস্ত বই ভীষণ প্রিয়। এই বইগুলির লেখিকা হলেন লীলা মজুমদারের ঘনিষ্ঠ বেলা দে। এবার ছবির পর্দায় এই নারী চরিত্রকেই ফুটিয়ে তুলতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
আরও পড়ুন: মুক্তি পেল ‘ধুমকেতু’ ছবির তৃতীয় গান, স্মৃতির জোয়ারে ভাসলেন শ্রোতারা
আরও পড়ুন: প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রাহুল-সুদীপ্তা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁদের?
অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত ‘বেলা’ ছবিতে ঋতুপর্ণা ছাড়া অভিনয় করেছেন পদ্মনাভ দাশগুপ্ত, দেবদূত ঘোষ, দেবপ্রতিম দাশগুপ্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সৌরভ চক্রবর্তী এবং ভদ্রা বসু। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজার।
টিজার প্রসঙ্গে
টিজারে প্রথমেই দেখানো হয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ের রেডিও স্টেশনের কিছু ঝলক। অল ইন্ডিয়া রেডিওতে বেলা দে- এর কাজ করার প্রথম মুহূর্ত, নারী স্বাধীনতার লড়াই, ব্যক্তিগত জীবনের লড়াই সবকিছুই ফুটে উঠেছে কয়েক সেকেন্ডের মধ্যে।
টিজারটি প্রকাশ্যে এনে হ্যাংলা হেঁশেল ক্যাপশনে লিখেছে, ‘আমাদের প্রত্যেকের বাড়িতেই বেলা আছে। শুধু খুঁজে দেখা হয় না। এবার তার পালা। নিজের মধ্যেই বেলাকে খুঁজে বের করুন। দেখুন তো এই বেলার সঙ্গে মিল পান কিনা? রইল অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত ঋতুপর্ণা সেনগুপ্তের বেলা ছবির টিজার। এই মাসেই বেলা আসছে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে।’
আরও পড়ুন: বাড়ি ফিরেই মেয়ের জন্য ব্যাগ ভর্তি শপিং করলেন দীপঙ্কর, কী কী কিনলেন তিনি?
আরও পড়ুন: বড় পর্দার পর এবার ওটিটি, কোথায় কবে মুক্তি পাচ্ছে ‘হাউজফুল ৫’?
প্রসঙ্গত, ছবিটির প্রযোজনার দায়িত্ব রয়েছে গ্রেমাইন্ড কমিউনিকেশন। কলকাতার বিভিন্ন জায়গায় প্রায় দেড় মাস ধরে চলেছে শ্যুটিং। তবে শুধু বেলা দে নয়, এই ছবিতে উঠে আসবে আরও বিশিষ্ট গুণীজনের কথা। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৯ অগস্ট। ঋতুপর্ণাকে এমন একটি আইকনিক এবং চ্যালেঞ্জিং চরিত্রে দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।