ফেয়ারপ্লে অ্যাপের হয়ে প্রচার। মহারাষ্ট্র পুলিশের সাইবার সেলের তরফে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় জনপ্রিয় গায়ক বাদশাকে। সমন পাওয়ার পর সোমবার ৩০ অক্টোবর বাদশা মহারাষ্ট্র সাইবার সেলে গিয়ে হাজিরা দেন গায়ক।
তবে একা বাদশা একা নন আরও প্রায় ৪০ জন তারকার বিষয় খোঁজ খবর নেওয়া চলছে, আতশ কাচের নিচে রাখা হয়েছে। অপরাধ? তাঁরাও এই ফেয়ারপ্লে অ্যাপের হয়ে প্রচার করেছিলেন।
ফেয়ারপ্লে অ্যাপটা আসলে কী?
ফেয়ারপ্লে আসলে একটি স্পোর্টস এবং গেমিং এক্সচেঞ্জ যা কুরাকাও অথরিটির লাইসেন্স প্রাপ্ত অ্যাপ। বাদশাকে চলতি বছরের শুরুর দিকে এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়।
কারা কেন কেস করলেন? কাদের নামে কেস করা হয়েছে?
ভায়াকম ১৮ নেটওয়ার্কের তরফে একটি এফআইআর দায়ের করা হয়েছে বাদশা সহ ৪০ জন অভিনেতার নামে। এই তালিকায় সঞ্জয় দত্তের নামও আছে। তিনি নাকি এই বেটিং অ্যাপ অর্থাৎ ফেয়ারপ্লেতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখার কথা প্রচার করেছেন।
আরও পড়ুন: 'এটা আমার লেখা, প্রচলিত নয়...' গান চুরির অভিযোগ শিলাজিতের, পাশে দাঁড়ালেন রূপম