মুম্বইয়ে টিফানি অ্যান্ড কো-এর ইন্ডিয়া ফ্ল্যাগশিপ বুটিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাবিল খান, রণবীর সিং এবং সানিয়া মালহোত্রা। রণবীর এবং সানিয়ার সঙ্গে সোশ্যাল মিডিয়ার পাতায় ছবি শেয়ার করেছেন বাবিল। তিন জনকে কোনও গুরুত্বপূর্ণ আলোচনা করতে দেখা গিয়েছে।
রণবীর এবং সানিয়ার সঙ্গে ছবি শেয়ার করে বাবিল লিখেছেন, ‘বন্ধু খুঁজেছি’। রণবীর এবং বাবিল দুজনেই সাদা পোশাক পরেছেন। অন্যদিকে সানিয়া পরেছেন ঊরুচেরা লাল গাউন।
শুধু বাবিল নয়, করিশ্মা কাপুরও ইভেন্ট থেকে রণবীরের সঙ্গে ছবি শেয়ার করেছেন। অভিনেতা লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় @ranveersingh-এর সঙ্গে @jioworldplaza-এ নতুন @tiffanyandco স্টোর খোলার সময় নীল রং ছড়িয়ে দিলাম’।
আরও পড়ুন: সঙ্গীত শিবনের শেষকৃত্য: হাজির অনুপম খের, রিতেশ দেশমুখ, আর কারা এসেছিলেন
আরও পড়ুন: ‘শাকিব-বুবলির বিয়েই হয়নি’, চাঞ্চল্যকর মন্তব্য বাংলাদেশের প্রযোজক ইকবালের
আরও পড়ুন: মনে আছে তো পুষ্পা পাণ্ডে কে, অক্ষয়-আরশাদের সঙ্গে Jolly LLB 3-তে ফিরছেন হুমা
২০২২ সালে কালা দিয়ে অভিনেতা হিসেবে ডেবিউ করেছিলেন বাবিল খান। তবে ছেলেকে রুপোলি পর্দায় দেখে যেতে পারেননি প্রয়াত অভিনেতা ইরফান খান। ২০২০ সালে ক্যানসারে প্রয়াত হন ইরফান। বাবাকে হারানোর যন্ত্রণা একাধিক সময় ফুটে ওঠে বাবিলের কথায়, সোশ্যাল মিডিয়া পোস্টে।