ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদছেন ইরফান খান পুত্র বাবিল। রবিবার সকালে ইরফান পুত্রের কান্নার ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে বলিউডে তাঁকে কীভাবে হয়রানি সহ্য করতে হচ্ছে সেবিষয়ে কথা বলেছেন বাবিল খান। ভিডিয়োতে বলিউডের বেশ কয়েকজন তারকার নামও নেন তিনি। তবে কান্নায় ভেঙে পড়ে নিজে পুরো বক্তব্য শেষ করতে পারেননি। এদিকে ইরফান পুত্রের এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই তাঁর পরিবার ও টিমের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানেই নির্দিষ্ট সহকর্মী অভিনেতা-অভিনেত্রীদের নাম নেওয়ার আসল উদ্দেশ্যও স্পষ্ট করা হয়েছে।
বাবিল খানের পরিবার ও টিমের বিবৃতি
ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার তাঁদের পরিবারের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন যে অভিনেতা এখন নিরাপদে আছেন। তবে আর পাঁচ জনের মতো ও ‘কঠিন দিন’ কাটছে। তবে, ভিডিওতে উনি যাঁদের নাম নিয়েছেন, সে বিষয়টিও বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে। বাবিলের যে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা রয়েছে সেকথারও উল্লেখ করা হয়েছে। তবে এই মুহূর্তে ইরফান পুত্র ঠিক আছেন বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত বাবিল অনন্যা পান্ডে, শানায়া কাপুর, সিদ্ধান্ত চতুর্বেদী, রঘব জুয়াল, আদর্শ গৌরব, অর্জুন কাপুর এবং অরিজিৎ সিং-এ নাম নিয়েছিলেন। তবে সেটা তাঁরা হেনস্থা করেছেন বলে নয় বরং তাঁরা পাশে থেকেছেন এটাই বলার চেষ্টা করেছেন বাবিল।
আরও পড়ুন-ঐশ্বর্যর সঙ্গে শত্রুতা? ঠিক কেমন সম্পর্ক? নিজেই মুখ খুলেছিলেন 'বং গার্ল' সুস্মিতা সেন