
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভালো নেই অরুণিমা হালদার। দুর্গাপুজোর শেষ থেকেই জন্ডিসে ভুগছেন এই বাঙালি অভিনেত্রী। এদিকে ধারাবাহিকেও বেশ ইনটেন্স চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। যেখানে নিজের একপ্রকার অমতেই একটি ছেলেকে বিয়ে করেন। সেই ছেলেটি আবার ক্রমাগত বউয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে। অভিনেত্রীর অসুস্থতার খবর সামনে আসার পর থেকেই দর্শক মনে প্রশ্ন, তাহলে কি কাজ নদীর জলে আর দেখা যাবে না অরুণিমাকে?
যদিও জানা যাচ্ছে, অরুণিমা, যাকে বর্তমানে 'কাজল নদীর জল'-এ মহিলা প্রধান চরিত্রে দেখা যাচ্ছে, তিনি মোটেও ছুটি নেননি সেট থেকে। আর ধারাবাহিকের কাজ ছাড়ার প্রশ্নই উঠছে না। বরং, ডাক্তারের কঠোর নিষেধাজ্ঞা মেনেই কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, দুর্গাপুজোর সময় থেকেই শরীর খারাপ ছিল অরুণিমার। এমনকী অসুস্থতার কারণে বেশিরভাগ পুজোটাই বাড়িতে কাটিয়েছেন এই অভিনেত্রী। তিনি ইটাইমসকে জানান যে, সেভাবে পুজোর কোনো পরিকল্পনা করা না থাকলেও, প্রচণ্ড জ্বরের কারণে তাঁকে বেশিরভাগ দিন বিছানায় কাটাতে হয়েছিল। এরপর শরীরে তীব্র ব্যথা শুরু হলে, তাঁর জন্ডিস ধরা পড়ে। পূর্ণ সুস্থতার জন্য অভিনেত্রীকে অন্তত দুই সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: আদৌ কি আসবে KGF 3? আপডেট শেয়ার করলেন দক্ষিণের সুপারস্টার যশ
তবে যেহেতু তিনি কাজল নদীর জলে-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন, তাই টানা দুই সপ্তাহ বসে থাকার সুযোগ তাঁর ছিল না। তবে কাজ চালিয়ে যাওয়ার সময়, সতর্ক থাকার চেষ্টা করছেন। তাঁকে বাইরের কোনো খাবার খেতে নিষেধ করেছ চিকিৎসকরা। তাই অরুণিমা বাড়ির তৈরি খাবার সব সময় সঙ্গে রাখেন। এছাড়াও মেয়ের শরীরের খেয়াল রাখতে, সেটে থাকছেন অরুণিমার মাও।
আরও পড়ুন: ‘ফরসা তো… ময়দামুখো পুরো’! নিজের ডায়লগ দিয়েই বনিকে ঘায়েল করল কৌশানি, কত শতাংশ নম্বর দিল সম্পর্ককে?
আরও জানা গিয়েছে, এক দিন ছাড়াছাড়া শ্যুট করছেন তিনি। যাতে শরীরে উপর খুব বেশি চাপ না পড়ে। কয়েক মাস আগে, স্বাস্থ্য সমস্যার কারণে একটি হিট বাংলা মেগা সিরিয়াল ছেড়ে দেন অঙ্গনা রায়। এমনকী, অভিনয়ে সদ্য পা রাখা মৌমিতা সরকারকেও ছাড়তে হয়েছিল কাজ। সেই সময় সেই জায়গায় আসেন তৃণা সাহা। অন্য দিকে, অঙ্গনা 'তুমি আছে পাশে থাকলে' ছেড়ে দেন এবং রুকমা রায় শোর দায়িত্ব নেন। তবে এরকম কিছু করতেই রাজি নন অঙ্গনা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports