বাংলা নিউজ > বায়োস্কোপ > Aritra Dutta Banik: ‘আমি নাকি BJP করি…’, অরিত্রর বাড়িতে হামলা! বললেন- ‘পরের উত্তরটা আমি অভিষেক-মমতার থেকে নেব’
একটা সময় টলিউডের অন্যতম জনপ্রিয় শিশুশিল্পী ছিলেন অরিত্র দত্ত বণিক। মহাগুরুর সঙ্গে তাঁর খুনসুটি, দেব-জিতের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় এনজয় করেছে বাঙালি দর্শক। যদিও এখন অভিনয় থেকে দূরে, বরং সোশ্যাল মিডিয়াতেই তাঁর উজ্জ্বল উপস্থিতি চোখে পড়ে। যদিও টলিউড থেকে নিজেকে সরিয়ে নেননি অরিত্র। বরং ক্যামেরার পিছনে কাজ করেন তিনি। আরও পড়ুন-‘চোখ সারাই করুন..’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে খোঁচা তাঁরই শিশুশিল্পী অরিত্রর, জবাব দিল দেব ভক্তরা