২২ এপ্রিল, মঙ্গল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহানায় যেভাবে ২৬ জনের প্রাণ গিয়েছে তাতে শিউরে উঠেছেন দেশবাসী। সেই আতঙ্কের রেশ যেন সহজে কাটার নয়। ঘটনার পর তীব্র নিন্দায় ফেটে পড়েছেন তারকারাও। প্রতিবাদ জানিয়েছেন খ্যতনামা, জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। আর এবার এই জঙ্গিহানার ঘটনায় বড় পদক্ষেপ নিলেন অরিজিৎ।
আগামী ২৭ এপ্রিল, রবিবার চেন্নাইয়ে শো করার কথা ছিল তাঁর। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসে নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতে বড় সিদ্ধান্ত নিলেন গায়ক। এমন শোকের আবহে চেন্নাইয়ে কনসার্ট না করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ সিং। এক বিবৃতি জারি করে অনুষ্ঠানের আয়োজকদের তরফেও শো বাতিল করার ঘোষণা করা হয়েছে।
কী লেখা হয়েছে বিবৃতিতে?
লেখা হয়েছে, ‘সাম্প্রতিক এবং মর্মান্তিক ঘটনার আলোকে, শিল্পীদের সঙ্গে আয়োজকরা সম্মিলিতভাবে আগামী রবিবার অর্থাৎ ২৭শে এপ্রিল চেন্নাইতে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁরা তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এবং সেই টাকা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।’