Anupam Kher: 'ডেবিউ ছবিতেই আমি ছিলাম বুড়ো', মাত্র ৩৩-এ হয়েছি হেমার বাবা'! বলছেন অনুপম খের
1 মিনিটে পড়ুন Updated: 02 May 2023, 06:04 PM ISTফিল্ম ইন্ডাস্ট্রির নিয়মের বিপরীতে হেঁটে নায়িকার বাবার ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। 'বিজয়' ছবিতে অভিনয় করেছিলেন হেমা মালিনীর বাবার ভূমিকায়। যদিও বাস্তবে হেমা তাঁর থেকে ৬ বছরের বড়। সম্প্রতি ANI-কে দেওয়া সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছেন অনুপম। এই 'বিজয়'ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে।
অনুপম খের-হেমা মালিনী