অভিনেত্রী কিরণ খের কখনও তার মতামত জানাতে দ্বিধা করেন না। তাঁর ভক্তরা এটা খুব ভালো করেই জানেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন যে তাঁর স্বামী তথা অভিনেতা অনুপম খের মাঝে মাঝে তাঁর এই অভ্যাসটি অপছন্দ করেন। তিনি আরও জানিয়েছেন যে, তিনি তার ছেলে সিকান্দারকে অনুপম খেরের মতো হতে পরামর্শ দেন। তিনি এর পেছনের কারণও জানিয়েছেন।
আরও পড়ুন: ভিড় ঠেলে শুভশ্রীর হাত ধরে গাড়িতে তুলে দিলেন দেব! 'সব পরিপূর্ণ…', বললেন নেটিজেনরা
নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ বলেন, ‘আমি এমন মানুষ নই যে পরিবারের সদস্যদের খুব প্রশংসা করে। আমি খুব স্পষ্টভাষী। আমার স্বামীরও এই ব্যাপারটা ভালো লাগে না। তিনি অনেক ছবি করেছেন। কিছু ভালো, কিছু ভালো নয়। আমি ওঁর প্রতিটি ছবির প্রশংসা করি না। আমি একজন বিপজ্জনক মহিলা কারণ যখন আমার কোনও ছবি পছন্দ হয় না, তখন তা আমার মুখে স্পষ্ট ভাবে ছাপ ফেলে। আমার মুখেও তা ফুটে ওঠে।’
তিনি আরও জানান যে তিনি তার ছেলেকে বাবা অনুপম খেরের মতো হতে বলেন। তাঁর কথায়, ‘আমি সাধারণত সিকান্দরের কাজ পছন্দ করি। ও ওঁর কাজের প্রতি খুব মনোযোগী। আমি ওঁকে বলি আমার মতো না হয়ে অনুপমের মতো হতে। অনুপম সব ছবিই করেছিলেন কারণ ওঁকে অর্থ উপার্জন করতে হত। পরিবারের যত্ন নিতে হত। ওঁর আত্মীয়-স্বজন, ওঁর ভাই এবং সকলকে ওঁকেই সাহায্য করতে হত। সিকান্দর একজন লাট সাহেব এবং সে আমার মতো চিন্তা করে কিন্তু সব কিছু সে ভাবে চলে না। তাই আমি ওঁকে বলি যে, তোমাকে বাবার মতো কাজ করতে হবে।’
আরও পড়ুন: বিশ্বের ১০ সেরা সুন্দরী অভিনেত্রীর তালিকায় বলিউডের নায়িকার নাম! জানেন তিনি কে?
কিরণ খের আরও বলেন, ‘আমার পছন্দ করার স্বাধীনতা ছিল কারণ আমাকে পরিবারের খরচ চালাতে হত না, এটা অনুপমের দায়িত্ব ছিল তাই আমি যা করতে চাই তা বেছে নিতে পারতাম, কিন্তু যদি সিকান্দারও তা করতে শুরু করে, তাহলে সমস্যা হবে।’