কিছু কিছু সম্পর্ক এমন থাকে যা শেষ হলেও, রেশ থেকে যায় সারাজীবন। একসঙ্গে সারাজীবন থাকা না হলেও, রেখে যায় কিছু সুন্দর স্মৃতি। ঠিক যেমন হয়েছে অঙ্কিতা লোখান্ডের ক্ষেত্রে। পবিত্র রিস্তায় কাজ করার সময়তেই প্রেমে পড়েছিলেন তিনি আর সুশান্ত সিং রাজপুত একেঅপরের। ধারাবাহিক চলাকালীন, এমনকী তারপরেও লিভ ইন করেছেন দীর্ঘ সময়। তবে সুশান্ত সিনেমায় পা রাখতেই বদলে যায় পরিস্থিতি। পথ আলাদা হয় দুজনের। জানা যায়, প্রয়াত অভিনেতা চাইছিলেন সেই সময় কাজে ফোকাস করতে। এমনকী, কৃতি শ্যাননের সঙ্গেও সুশান্তের প্রেমচর্চা চলছিল।
যদিও এসবই এখন অনেক পুরনো কথা। ২০২০ সালের জুন মাসে না ফেরার দেশে চলে গিয়েছেন সুশান্ত। জীবনে অনেকখানি এগিয়ে গিয়েছেন অঙ্কিতাও। ২০২১ সালে বিজনেসম্যান ভিকি জৈনকে বিয়ে করেন। একসঙ্গে ২০২২ সালে জিতে নিয়েছিলেন স্মার্ট জোড়ি। এবার এসেছেন বিগ বসে।
যদিও সলমনের রিয়েলিটি শো-তে এসেও একাধিকবার প্রাক্তনের নাম নিয়েছেন অঙ্কিতা। সুশান্তের স্মৃতি রোমন্থন করতে দেখা গিয়েছে তাঁকে বারংবার। শেষ দেখা যায় হৃদয়ভাঙা নিয়ে একটি শায়েরি বলেন মুনাওয়ার। যা অঙ্কিতাকে মনে করিয়ে দেয় সুশান্তের কথা। বলে ওঠেন, ‘এসব বলিস না ভাই। খুব বাজে ভাবে প্রভাব ফেলে।’
‘খুব ভালো মানুষ ছিল। এই যখন ছিল বলি না তখনও আমার খুব অদ্ভুত লাগে। এখন তো তাও অনেকটা কাটিয়ে উঠেছি। আগে আরও খারাপ লাগত। যখনই মনে হয় ও আর নেই, মেনে নিতে পারি না।’, আরও বলেন অঙ্কিতা।
এরপর জানান, ‘আমি তো ওর শেষকৃত্যেও যেতে পারিনি। আমি ওভাবে ওকে দেখতেই পারতাম না। ভিকি আমাকে বলেওছিল যেতে। আমি পারিনি।’ অঙ্কিতার পরে সুশান্ত অফিসিয়ালি সম্পর্কে যান রিয়া চক্রবর্তীর সঙ্গে। মাঝে সারা আলি খানের সঙ্গেও নাম জড়ায় সুশান্তের।
এদিকে, বিগ বসের ঘরে অঙ্কিতা আর ভিকির ঝগড়া বারবার এসছে খবরে। অনেকেই দাবি করছেন, বউকে দমিয়ে রাখেন ভিকি। এমনকী, সলমন খানও সাবধান করে দিয়েছেন ভিকিকে। তারওপর দিনকয়েক আগেই ভিকিকে উদ্দেশ্য করে অঙ্কিতাকে বলতে শোনা যায়, পিরিয়ডসের ডেট মিস করেছেন তিনি। তাই বিগ বসের ঘরেই দুবার প্রেগন্যান্সি টেস্ট করানো হয়েছে তাঁর। যদিও ফলাফল পজিটিভ না নেগেটিভ তা নিয়ে এখনও চলছে ধোঁয়াশা।