বিগ বস ১৭-তে হাজির হয়েছেন অঙ্কিতা লোখাণ্ডে ও ভিকি জৈন। বিয়ের আগে একসঙ্গে স্মার্ট জোড়ি-তে ভাগ নেন তাঁরা। সেই শো জিতেও নেন। সোমবারের এপিসোডে মুনাওয়ার ফারুকির সঙ্গে কথা বলার সময় অঙ্কিতা জানালেন, কোনও কারণ না দেখিয়েই তাঁর সঙ্গে ব্রেকআপ করে নেন সুশান্ত।
জি টিভির জনপ্রিয় শো পবিত্র রিস্তাতে কাজ করার সময় একে-অপরের প্রেমে পড়েন। এরপর দীর্ঘ পাঁচ বছর ছিলেন একেঅপরের সঙ্গে। করছিলেন লিভ ইনও। সিরিয়াল ছেড়ে সিনেমায় চলে যান সুশান্ত এই সময়। এরপর একদিন হঠাৎই তাঁদের বিচ্ছেদের খবর আসে।
মুনাওয়ার অঙ্কিতাকে তাঁর আর সুশান্তের ব্রেকআপের কারণ নিয়ে জানতে চাইলে জবাব আসে, ‘কোনও কারণ ছিল না। হঠাৎ করেই এক রাতে সব বদলে যায়।’
অঙ্কিতা এরপর আরও বলেন, ‘যখন তুমি কেরিয়ারের উপরে ওঠো না ১০ লোক চলে আসে কান ভরতে। আমি জানিও না ঠিক কী হয়েছিল। আমি ওকে আটকানোর চেষ্টাও করিনি।’ অঙ্কিতা এরপর আরও বলেন, সুশান্তের সঙ্গে ব্রেকআপ একদিকে ভালো হয়েছে তাঁর জন্য। নিজের জন্য বাঁচতে শিখেছেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছেন।
অঙ্কিতার বলা এই কথাগুলোই এখন উঠে এসেছে চর্চায়। দু ভাগে বিভক্ত সুশান্ত ভক্তরা। একাংশের মত, নেটিবাচক আলোয় প্রয়াত অভিনেতাকে নিয়ে আসছেন অভিনেত্রী। যে নেই, তাকে নিয়ে এই ধরনের কথা না বলাই ভালো। অন্য দিকে, আরেকাংশের মত, অঙ্কিতাই সেরা ছিলেন সুশান্তের জন্য। এই প্রেম টিকে থাকলে কখনোই পরিণতি এত খারাপ হত না!
২০২০ সালের ১৪ জুন এক রবিবার খবর আসে সুশান্তের মৃত্যুর। নিজের ফ্ল্যাটেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। সেই সময় রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদের পর কৃতি শ্যানন, সারা আলি খানের সঙ্গেও নাম জড়িয়েছিল সুশান্তের। তবে কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী ছিল না।
প্রসঙ্গত, বিগ বসের ঘরে আসার পর থেকে বারবার ঝগড়া করতে দেখা গিয়েছে অঙ্কিতা আর ভিকিকে। যা নিয়েও কম আলোচনা হচ্ছে না। অনেকেরই মত, দাম্পত্যে সুখী নন অভিনেত্রী। বউকে সম্মান দিতে পারেন না ভিকি। তালমেল যে ঠিক নেই দুজনের, তাই এই কথা কাটাকাটির প্রতিফলন!