
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পরনে ময়লা পোশাক, মাথায় উস্কো শুস্কো ঝাঁকড়া চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখে অদ্ভুত এক ভয়ঙ্কর দৃষ্টি! হঠাৎ এ কেমন বেশে প্রকাশ্যে এলেন অনির্বাণ ভট্টাচার্য! কী এমন হল তাঁর, যে চোখ মুখের এই দশা? নানা ভয় পাওয়ার কিছু নেই আসলে পরমব্রতর পরিচালনায় এই বেশেই তিনি ধরা দেবেন 'ভোগ'-এ।
'নিকষছায়া'-এর পর আবার অলৌকিক গল্পের পরিচালক হিসেবে পরমব্রত চট্টোপাধ্যায় ফিরছেন, সে খবর অবশ্য বেশ কিছু দিন আগেই পাওয়া গিয়েছিল। অভীক সরকারের অতি জনপ্রিয় গল্প ‘ভোগ’ নিয়ে নতুন ওয়েব সিরিজ বানাতে চলেছেন অভিনেতা-পরিচালক। আর সেই সিরিজের প্রধান মুখ হিসবে অনির্বাণ ভট্টাচার্য থাকবেন। যদিও সিরিজে অনির্বাণ যে থাকছেন তা নির্মাতাদের পক্ষ থেকে শুরুতেই জানানো হয়েছিল। তবে বড়দিনের আগে এবার তাঁরা দিলেন বড় চমক। প্রকাশ্যে এল সিরিজে অনির্বাণের প্রথম লুক।
আরও পড়ুন: 'শো না পাওয়া নিয়ে আমি কিছু লিখিনি, কিন্তু…', প্রতীম ডি গুপ্তর কথায় খোঁচা দেবকে?
বইয়ের পাতা থেকে OTT-র পর্দায় উঠে আসবে অভীক সরকারের গল্প ‘ভোগ’। এই গল্প যাঁরা ইতিমধ্যেই পড়ে ফেলেছেন কিংবা কোনও অডিয়ো মাধ্যমে শুনেছেন তাঁরা সেই সময়ই নিজেদের মতো করে চরিত্রগুলি কল্পনা করে নিয়েছিলেন। বইয়ের পাতায় পড়া, কল্পনা করা সেই চরিত্রগুলিকে এবার দৃশ্যায়ন করবেন পরমব্রত। তার আগে নির্মাতারা দিলেন আভাস। সোমবার ‘অতীন’-এর লুকে অনির্বাণের বেশ কয়েকটি লুক প্রকাশ্যে এসেছে। তাছাড়াও এই গল্পের অন্যতম আকর্ষণ 'ডামরি'-এর লুকও প্রকাশ্যে এসেছে। এই চরিত্রে দেখা যাবে পার্ণো মিত্রকে।
আরও পড়ুন: বছর শেষে সৌমিতৃষার বড় চমক! নায়িকার সাফল্যের মুকুটে জুড়ল নতুন পালক
প্রসঙ্গত, অভিনেতা হিসাবে পরমব্রত-অনির্বাণ দুজনেই একে অপরের সঙ্গে কাজ করেছেন। তবে কেউ কারোর পরিচালনায় এর আগে কাজ করেননি। আর এবার বন্ধুু পরমব্রতর পরিচালনায় কাজ করতে চলেছেন পর্দার 'খোকা'।
জানা গিয়েছে, এই সিরিজে অনির্বাণ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন রজতাভ দত্ত। একাকী মানুষের জীবনকে কেন্দ্র করেই এগোবে পৌরানিক-থ্রিলারধর্মী গল্প ‘ভোগ’-এর কাহিনী। চিত্রনাট্য ও সংলাপ লিখছেন শান্তনু নিয়োগী ও পরমব্রত চট্টোপাধ্যায় নিজে। OTT প্ল্যার্টফর্ম 'হইচই'-এর জন্য এই সিরিজ বানাতে চলেছেন পরমব্রত।
‘ভোগ’ গল্প অনুযায়ী, একটা কিউরিয়োর দোকান থেকে হঠাৎ একটা মূর্তি হাতে আসে গল্পের মূল চরিত্র 'অতীন' -এর কাছে। এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন হঠাৎ বদলে যেতে শুরু করে। শেষ পর্যন্ত কী হয় তার, সেই উত্তর দেবে এই ওয়েব সিরিজ 'ভোগ'। প্রসঙ্গত, পরমব্রতর পরিচালনায় 'নিকষছায়া' এবং 'পর্ণশবরীর শাপ' ইতিমধ্যেই বহু দর্শকের মন কেড়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports