'মিঠাই' সিরিয়ালের সুবাদে সৌমিতৃষা কুণ্ডুর জনপ্রিয়তা এখন তুঙ্গে। ছোটপর্দা থেকে হাতেখড়ি হলেও, ‘মিঠাই’-এর পর ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে এখন তিনি বড় পর্দায় থেকে ওটিটিতে সর্বত্র দাপিয়ে কাজ করছেন। সুপারস্টার দেবের হাত ধরে বিগ স্ক্রিনে ডেবিউ হয় তাঁর। তারপর হইচইয়ের 'কালরাত্রি'তেও নজর কেড়েছেন সৌমিতৃষা। আর এই দুই কাজের জন্য এবার নতুন পালক জুড়ল নায়িকার সাফল্যের মুকুটে।
দর্শকদের বিচারের নিরিখে তিনি এবার সেরার সেরা। হইচইয়ে সবচেয়ে বেশি সার্চ হওয়া ছবি ও সিরিজের তালিকায় 'প্রধান' ও ‘কালরাত্রি’। অভিনেত্রী ফ্যানক্লাব ‘হার্ট সে সৌমিতৃষা’ -এর পক্ষ থেকে একটি পোস্টের মাধ্যমে এই খবর প্রকাশ্যে এসেছে।
পেজের পক্ষ থেকে হইচইয়ের প্পুলার সার্চের একটি স্ক্রিনশর্ট শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘সৌমিতৃষা ভক্তদের জন্য খুবই আনন্দের খবর.. সৌমিতৃষার করা শেষ দুটি কাজ 'প্রধান' এবং ‘কালরাত্রি’ দুটি কাজই হইচই তে স্ট্রীমিং হয়েছে। সেই দুটি কাজই বর্তমানে ‘POPULAR SEARCHES OF HOICHOI’-এর টপ পজিশনে রয়েছে। সত্যি কষ্ট করলে যে কেষ্ট মেলে সেটা সৌমিকে দেখলেই বোঝা যায়। মাইলস টু গো আওয়ার গার্ল (অনেক দূর এগিয়ে যাও)।'
প্রসঙ্গত, ‘কালরাত্রি’ সিরিজে সৌমিতৃষাকে জমিদার বাড়ির নববধূর বেশে দেখা যায়। গল্পে কালরাত্রির দিন সে হারায় তার স্বামীকে। কিন্তু বিয়ের পরই কে খুন করে তাঁকে তা নিয়ে ঘনিয়ে ওঠে রহস্য। সৌমিতৃষা ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ছোটপর্দার আরও বেশকিছু পরিচিত মুখ ইন্দ্রাশিস রায়, রূপাঞ্জনা মিত্র, রাজদীপ গুপ্ত, অনুজয় চট্টোপাধ্যায়, সৈরীতি বন্দোপাধ্যায় প্রমুখ।
আরও পড়ুন: 'তোতলার জন্য গান…', শাহরুখের জন্য গান গাওয়া প্রসঙ্গে বেফাঁস অভিজিৎ ভট্টাচার্য!
অন্যদিক, 'প্রধান'-এ দেবের বিপরীতে দেখা গিয়েছিল নায়িকাকে। এই ছবিতে সৌমিতৃষা ছাড়াও ছিলেন পরাণ বন্দোপাধ্যায়, সোহম চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, খরাজ মুখোপাধ্যায়, কনিনীকা বন্দোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত প্রমুখ।
প্রসঙ্গত, মিঠাইয়ের সুবাদে সৌমিতৃষা জনপ্রিয়তা পেলেও ছোটপর্দায় তাঁর কেরিয়ার কিন্তু বেশ লম্বা। ২০১৬ সালে মাত্র ১৬ বছর বয়সেই ‘এ আমার গুরুদক্ষিণা’ সিরিয়ালের সঙ্গে অভিনয় জগতে তাঁর পথ চলা শুরু হয়। এরপর ‘জয় কালী কলকত্তেওয়ালি’, ‘গোপাল ভাঁড়’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর ‘কনে বউ’তে প্রথম লিড চরিত্রে অভিনয়ের সুযোগ এসেছিল। তবে কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় 'মিঠাই'। তারপর আর নায়িকাকে ফিরে তাকাতে হয়নি।