আগামী সপ্তাহে ২৯ অগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘বেলা’। এই ছবিতে স্বাধীনতা পরবর্তী সময়ের এক স্বাধীনচেতা নারীর গল্প তুলে ধরা হবে। কিন্তু ছবি মুক্তির আগেই পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের একটি পোস্ট ভিড়ে তৈরি হয়েছে উত্তেজনা।
২৩ অগস্ট সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে বেলা ছবির পরিচালক অনিলাভ লেখেন, ‘আমি জাস্ট ৩ বার চেয়ার থেকে পড়ে গিয়েছি, পাঁচবার নিজেকে চিমটি কেটেছি, আর ৭ বার চোখ কচলেছি। ঠিক দেখলাম তো!!’
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
কী এমন দেখলেন পরিচালক যা তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না? ব্যাখ্যা দিয়ে পরিচালক লেখেন, ‘চারুলতা, বালিকা বধূরা হঠাৎ বন্ধুত্বের প্রস্তাবনায়। এরপর হাসির ইমোজি দেন তিনি। লেখেন, ঠিকঠাক প্রোফাইল তো?!! নিয়ে তো নিয়েছি। পরে দেখা যাবে।’
আসল ব্যাপারটা হল পরিচালকের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়। এই দুই প্রবাদপ্রতিম নায়িকা কি সত্যিই অনিলাভকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন? না কি অভিনেত্রীদের আড়ালে এই প্রোফাইলগুলি ভুয়ো?
তবে এখানেই শেষ নয়। বন্ধুত্ব স্বীকার করতেই কমেন্ট বক্সে মাধবী মুখোপাধ্যায় নামের ফেসবুক আইডি থেকে কমেন্ট আসে, ‘এটা আমার আসল আইডি। আমার একটাই আইডি। আমি এই ফেসবুক আইডি খুলতে চাইনি। আমার মেয়ে মিমি এই আইডি খুলে দিয়েছে। আমার ফেসবুক নিয়ে এভাবে মজা করো না। আমার ইচ্ছে ছিল না ফেসবুক ব্যবহার করার। এবার মনে হচ্ছে মেয়ে আমার ফেসবুক খুলে চরম ভুল করল।’
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
মাধবী মুখোপাধ্যায়ের ফেসবুক আইডি থেকে এই কমেন্ট আসতেই অনেকেই সাবধান করে দিয়েছেন পরিচালককে। কেউ কেউ বলছেন, সত্যিই অভিনেত্রী কমেন্ট করেছেন কেউ আবার বলছেন মাধবী মুখোপাধ্যায় ভীষণ অসুস্থ তাই ফেসবুকে কমেন্ট করার মতো অবস্থায় তিনি এখন নেই। বোঝাই যাচ্ছে ব্যাপারটা একেবারেই ভুয়ো।
কেউ কেউ আবার মজা করে লিখেছেন, এবার সুচিত্রার থেকে একটা এলে বেশ ব্যাপারটা ক্লিয়ার হত। তবে আসল হোক বা নকল, আপাতত সমাজ মাধ্যমের এই মৌসুমী চট্টোপাধ্যায় এবং মাধবী মুখোপাধ্যায় দুজনেই অনিলাভের ফেসবুক ফ্রেন্ড।