
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
২০০৭ সালের কাল্ট কমেডি ক্লাসিক ছবি ‘ওয়েলকাম’। এই ছবিতে 'মজনু ভাই' -এর চরিত্রে নজর কেড়েছিলেন অনিল কাপুর। তাঁর করা চরিত্রটি এখনও দর্শকদের মধ্যে ভীষণ ভাবে জনপ্রিয়। আর জনপ্রিয় 'মজনু ভাই' -এর আঁকা একটা বিশেষ ছবি। এবার সেই একই রকম একরাশ ছবি সঙ্গে ফটো তুলে অনুরাগীদের ধন্যবাদ জানালেন অনিল কাপুর। তবে পর্দার 'মজনু ভাই' অনীল কাপুর কিন্তু এই ছবিটি আঁকেননি। জানেন এই ছবি আসলে কাদের আঁকা?
‘ওয়েলকাম’ সিনেমায় মজনু ভাইয়ের আঁকা ছবি দর্শকদের মধ্যে আজও জনপ্রিয়। বহু মিম ও মজার ভিডিয়োয় এখনও এই ছবি দেখা যায়। ছবিতে একটি ঘোড়ার পিঠে একটি গাধাকে চড়ে থাকতে দেখা যায়। বছরের পর বছর ধরে, ছবিটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়ে এসেছে। তবে আপনি কি জানেন এটি আসলে অনিল কাপুর আঁকা নয়। ছবিটিতে ঘোড়াটি এঁকেছিলেন ছবির পরিচালক আনিস বাজমি এবং গাধাটি এঁকেছিলেন ‘ওয়েলকাম’-এর শিল্প নির্দেশক প্রীতম পাতিল।
আরও পড়ুন: আমির পুত্রের ছবি ‘লাভিয়াপা’ স্ক্রিনিংয়ে তিন খানে রিইউনিয়ন! উচ্ছ্বসিত ভক্তরা
বুধবার অনিল কাপুর এই ছবির নস্টালজিয়াকে আরও খানিকটা উস্কে দিয়েছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, চোখে কালো চশমা, গায়ে সাদা টি-শার্ট, কালো রঙের ব্লেজার ও প্যান্ট পরে একটি কাঠে চেয়ারে বসে। আর তাঁর চারপাশে ছড়ানো একরাশ ফ্রেমে বাঁধানো ছবি। সেই ছবিগুলিতে 'ওয়েলকাম'-এর মজনু ভাইয়ের আঁকা ছবি। ফটোগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে তাঁদের উদ্দেশ্যে ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘সকলের ভালোবাসায় আমি অভিভূত! মজনু ভাইয়ের ভক্তরা যে ভাবে 'ওয়েলকাম' করলেন এই আইকনিক ছবিগুলি দিয়ে, তাতে সত্যিই আমি উচ্ছ্বাসিত। এখন এই উন্মাদনাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক ধন্যবাদ!'
প্রসঙ্গত, ‘ওয়েলকাম’ মুক্তির বেশ কিছু বছর পর এই ছবির শিল্পীদের ব্যাপারে জানা গিয়েছিল। ২০২০ সালে, আনিস বাজমি নিজে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশ করেছিলেন যে এই ছবিটিতে ঘোড়াটি এঁকেছিলেন তিনি নিজে এবং গাধাটি এঁকেছিলেন শিল্প নির্দেশক প্রীতম পাতিল এঁকেছিলেন।
আরও পড়ুন: শাহিদ-করিনার 'জব উই মেট' দেখলেই কী অভিযোগ করেন স্ত্রী মীরা? মুখ খুললেন নায়ক
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আনিস বাজমি পরিচালিত ‘ওয়েলকাম’-এ অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, নানা পাটেকর এবং ফিরোজ খান। বক্স অফিসে বিরাট সাফল্যের পর, এটি বছরের পর বছর ধরে একটি কাল্ট ক্লাসিক হয়ে উঠেছে। বলিউডের সেরা কমেডি ছবিগুলির মধ্যে ‘ওয়েলকাম’ অন্যতম। বিরাট স্টার কাস্ট, চরিত্র, অভিনয়, সংলাপ, হাস্যরস এই ছবির মূল একটি অংশ। তবে তার পাশাপাশি পপ কালচারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এই মজনু ভাইয়ের ছবিটি।
৳7,777 IPL 2025 Sports Bonus