
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
টেলিপাড়ায় সম্পর্ক ভাঙাগড়া নিয়ে বরাবরই দর্শকদের উত্তেজনা থাকে তুঙ্গে। প্রেমে পড়ার খবর যেমন তাঁদের আকৃষ্ট করে, তেমনই বিচ্ছেদও। তারকাদের আলাদা হওয়া রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সোশ্যাল মিডিয়াতে।
এবার সম্পর্ক ভাঙর খবর পাওয়া যাচ্ছে ছোট পর্দার পরিচিত মুখ অনন্যা বিশ্বাস ও রাজা কুণ্ডুর। বেশ দীর্ঘসময় ধরে সম্পর্কে থাকার পর নাকি, এখন পথ হয়েছে আলাদা। দুজনের অন্তরঙ্গ সব ছবিই মুছে ফেলা হয়েছে। এমনকী একে-অপরকে আনফলোও করে দিয়েছেন।
আরও পড়ুন: 'ব্রাহ্মণদের উপরে প্রস্রাব করি..', মন্তব্যে বিপাকে অনুরাগ! শেষমেশ চাইলেন নিঃশর্ত ক্ষমা
বরণ, কে আপন কে পরের মতো ধারাবহিকে একসঙ্গে কাজ করেছিলেন রাজা ও অনন্যা। শোনা যায়, সেট থেকেই হয়েছিল প্রেমের সূত্রপাত। যদিও সেভাবে কখনোই অফিসিয়ল করেননি সম্পর্ক। তবে অনন্যা_রাজা নাম দিয়ে ছি ফ্যানপেজ। এমনকী, একসঙ্গে জুটিতে ছবি আসত কখনো ফোটোশ্যুট থেকে, কখনো আবার ঘুরতে গিয়ে।
তবে এবার হঠাৎই দেখা গেল, ইনস্টাগ্রামে দুজনের প্রোফাইল থেকেই গায়েব হয়েছে তাঁদের কাপল ছবি। এমনকী, আর ফলোও করছেন না একে-অপরকে। ফলে দুইয়ে দুইয়ে চার করতে আর সময় নেয়নি নেটিজেনরা।
আরও পড়ুন: কালার্সে আর আসবে না বিগ বস ও খতরো কে খিলাড়ি? কোন চ্য়ানেলে চলে যাচ্ছে? মাথায় হাত দর্শকের
২০২২ সালে বরণ ধারাবাহিক শুরু হয়েছিল জি বাংলায়। এরপরই সম্পর্ক শুরু। যদিও মাঝে দিদি নম্বর ১-এ এসে, সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে নিজেকে ‘সিঙ্গেল’ বলেই দাবি করেছিলেন। এমনকী, রচনা যেই না বলেছিলেন, ‘শুনলাম সামনে বিয়ে’, একেবারে লাফিয়ে উঠেছিলেন। রচনারও ইঙ্গিত ছিল রাজার দিকেই। যদিও সেখানেও সম্পর্ক নিয়ে রা কাটেননি।
আরও পড়ুন: দুবাইতে ১৬ কোটির ভিলা নিল অভিষেক-ঐশ্বর্য, রয়েছে পুল-গল্ফ কোর্স! ডিভোর্স জল্পনার মাঝে শহর ছাড়বেন?
অনন্যা সোশ্যাল মিডিয়াতেও খুব অ্য়াক্টিভ। হামেশাই চোখ ধাঁধানো লুকে, রীতিমতো মুখ হাঁ করে দেন সকলের। ‘বরণ’ ছাড়াও জি বাংলার ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে ‘তাথৈ’ চরিত্রে দেখা মিলেছিল অনন্যার। ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পথ চলা শুরু। এরপর ‘টাপুর টুপুর’ ধারাবাহিকে টাপুরের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা পান।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports