‘মিস্টার ইন্ডিয়া’, বলিউড ইতিহাসের এমন একটি ছবি, যার গল্প,গান,জনপ্রিয়তা আজও হার মানিয়ে দেয় যে কোনও সিনেমাকে। এই ছবিটি অনিল কাপুরের কেরিয়ারের খুব গুরুত্বপূর্ণ একটি ছবি, কারণ এই সিনেমার হাত ধরেই জনপ্রিয়তা শিখরে পৌঁছে যান অভিনেতা। তবে জানলে অবাক হয়ে যাবেন, এই সিনেমায় অভিনয় করার কথা ছিল অন্য এক অভিনেতার।
শেখর কাপুর পরিচালিত ‘মিস্টার ইন্ডিয়া’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন জাভেদ আখতার। সম্প্রতি মিড - ডের সঙ্গে একটি সাক্ষাৎকারে জাভেদ জানান, অনিল কাপুর নন, ‘মিস্টার ইন্ডিয়া’ সিনেমার জন্য প্রথম বেছে নেওয়া হয়েছিল অমিতাভ বচ্চনকে। কেন মিস্টার বচ্চনকে বেছে নেওয়া হয়েছিল, সে কথাও জানান তিনি।
আরও পড়ুন: 'আমার ভাই আমাকে...', জম্মু থেকে ভাইয়ের পাঠানো কোন ভিডিয়ো পোস্ট করলেন অনুপম?
আরও পড়ুন: যুদ্ধের আবহে বাবাকে নিয়ে চিন্তিত, জম্মুর বাড়িতে কেমন আছেন সময় রায়নার বাবা?
সাক্ষাৎকারে চিত্রনাট্যকারকে যখন জিজ্ঞাসা করা হয়, ‘সত্যি কি মিস্টার ইন্ডিয়ার জন্য অমিতাভ বচ্চন প্রথম পছন্দ ছিলেন?’ উত্তরে তিনি বলেন, ‘প্রমোদ চক্রবর্তী একটি ছবি তৈরি করার কথা চিন্তা করছিলেন তখন, সিনেমাটি বোধ হয় কোনওদিন তৈরি হয়নি। ওই সিনেমার চরিত্রে অভিনয় করার কথা ছিল অমিতাভ বচ্চনের। ছবির মহরত অনুষ্ঠানের সময় তিনি ইউরোপে শ্যুটিং করছিলেন। কিন্তু অনুষ্ঠানে অভিনেতার উপস্থিতি কাম্য ছিল, তাই পরিচালক অভিনেতার কণ্ঠস্বর রেকর্ড করে অনুষ্ঠানে চালিয়ে দিয়েছিলেন।’
জাভেদ বলেন, ‘প্রমোদ চক্রবর্তীর এই ব্যাপারটি দেখে আমার মাথায় এই গল্প লেখার আইডিয়া আসে। আমার মনে হয়েছিল যার কন্ঠস্বর এত মানুষকে ভালোবাসা দিয়েছে, তাহলে তাকে যদি মিস্টার ইন্ডিয়ায় অদৃশ্য মানুষটির জায়গায় রাখা হয় কেমন হয়। শুধু কণ্ঠস্বর দিতে অমিতাভ বচ্চনের বেশি সময় লাগবে না, অসুবিধেও হবে না।’
চিত্রনাট্যকার জানান, সবকিছুই ঠিক ছিল কিন্তু পরে সেলিমের সঙ্গে তাঁর কিছু ব্যক্তিগত সমস্যা তৈরি হওয়ায় পরিস্থিতি বদলে যায়। চিত্রনাট্যটি পরবর্তী সময়ে বনি কাপুর তাঁর থেকে কিনে নেন এবং অনিল এবং শ্রীদেবীকে নিয়ে ছবিটি তৈরি হয়। সেই সময় এমনও গুজব রটেছিল, অমিতাভ জাভেদ এবং সেলিমের মধ্যে বিচ্ছেদের প্রধান কারণ ছিলেন। যদিও প্রায় এক দশক পর ‘ম্যায় আজাদ হুঁ’ ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করেছিলেন জাভেদ।
আরও পড়ুন: পাল্টা আঘাত হানায় ভারতের নিন্দে! ফাওয়াদকে কটাক্ষ রূপালির, মাহিরাকে কী বললেন অবিনাশ মিশ্র?
আরও পড়ুন: শুরুতেই শ্রীদেবীর সঙ্গে অভিনয়, তাও কেন বলি দুনিয়া থেকে হারিয়ে গেলেন এই অভিনেতা?
তবে কারণ যাই হোক না কেন, ‘মিস্টার ইন্ডিয়া’-য় অভিনয় করে অনিল কাপুরের কেরিয়ার উর্ধ্বমুখী হয়েছিল, এই কথা স্বীকার করতেই হবে। এই সিনেমায় অনিল অরুণ ভার্মার চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি কয়েকজন ছোট ছোট অনাথ শিশুদের লালন পালন করতেন। অভাবের সংসারে একদিন হঠাৎ করেই আসে পরিবর্তন, মোগাম্বর সঙ্গে লড়াইয়ের একটা অসামান্য কাহিনী ফুটে উঠেছিল ছবিতে, যা পরবর্তী কয়েক প্রজন্ম পর্যন্ত একটি ক্লাসিক সিনেমা হিসেবে মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে থাকে।