আমিশা নয়, কহো না প্যয়ার হ্যায়-এর জন্য প্রথম পছন্দ ছিল করিনা কাপুর। তবে গোল বাঁঝধে ছবির পরিচালক ও হৃতিকের হিরো রাকেশের বাবার সঙ্গে করিনার মায়ের। ফলত সেচ থেকে বের করা হয় করিনাকে, দাবি আমিশার।
করিনাকে বাদ দেওয়া হয়েছিল কহো না প্যয়ার হ্যায় থেকে, দাবি আমিশা পাটেলের।
২০০০ সালে ‘কহো না প্যয়র হ্যায়’ দিয়ে বলিউডে ধামাকেদার ডেবিউ করেছিলেন আমিশা পাটেল। সে ছবিতে আমিশার হিরো ছিলেন হৃতিক, তারও এটা প্রথম কাজই ছিল। অনেকেই হয়তো জানেন না, কহো না প্যয়র হ্যায় করার কথা ছিল প্রথমে করিনা কাপুরের। কিন্তু পরে তা আমিশার কাছে চলে যায়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘গদর ২’-এর নায়িকা দাবি করলেন, সেট থেকে নাকি বের করে দেওয়া হয়েছিল করিনাকে।
আমিশা বলেন, ‘করিনা মোটেও কাজটা ছেড়ে দেয়নি। আমি রাকেশজির থেকে যা শুনেছি তা হল তাঁরা তাঁকে সিনেমা ছেড়ে চলে যেতে বলেছিলেন, কারণ দুজনের মধ্যে মতপার্থক্য ছিল। পিঙ্কি আন্টি (হৃতিকের মা, রাকেশ রোশনের স্ত্রী) আমায় বলেছে তাঁরা চিন্তায় একপ্রকার নাওয়া-খাওয়া ভুলেছিলেন। কারণ সেটে কোটি কোটি ঢালা হয়ে গেছে। হৃতিকের প্রথম ছবি। আর ওদের ৩ দিনের মধ্যে সোনিয়াকে খুঁজে বের করতে হবে।’ আরও পড়ুন: ঘরে এই ৭টি গাছ লাগান, বর্ষায় রক্ষা পান মশার উৎপাত থেকে
‘এরপর এক বিয়েবাড়িতে রাকেশজি আমাকে দেখেন। শুনেছি সারা রাত উত্তেজনায় তিনি ঘুমোতে পারেননি। সারা রাত নাকি ভেবে গিয়েছেন. পেয়েছি আমি আমার সোনিয়াকে পেয়েছি। দেখো ঠাকুর ও যেন হ্যাঁ করে। আমি যদিও ছবি সাইন করার সময় পিছনের এই গল্পগুলো জানতাম না।’, আরও বলেন আমিশা।