'চিরসখা' ধারাবাহিকে সদ্য দেখানো হয়েছিল যে ‘কমলিনী’র মৃত স্বামী ‘চন্দ্র’ ফিরে এসেছে। আর সে ফিরে আসাতে 'কমলিনী'র বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির সকলে শুরুতে চেয়েছিল ‘কমলিনী’ যেন আবার নতুন করে ‘চন্দ্র’র সঙ্গে সংসার বাঁধে। কিন্তু পরে গোটা ছবিটা বদলে যায় 'চন্দ্র'র দ্বিতীয় স্ত্রী ‘সোহিনী’ ও মেয়ে ‘সোহালিনী’র আগমনে।
সকলে বুঝতে পারে যে, চন্দ্র তার দ্বিতীয় স্ত্রী সোহিনীর বাবার টাকা দেখে তাকে বিয়ে করেছিল। দ্বিতীয় স্ত্রীর সংসারে সব অর্থ, সম্পত্তি নিঃশেষ করে সে টাকার জন্য পুরানো সংসারে ফিরতে চায়। আর এই সব কিছুর মাঝে সোহিনী সব সত্যি চন্দ্রর পরিবারের কাছে ফাঁস করে কমলিনীর সঙ্গে একই বাড়িতে মেয়ে সোহালিনীকে নিয়ে থাকতে চায়। সব মিলিয়ে পরিস্থিতি বেশ কঠিন হয়ে পড়ে।
আরও পড়ুন: জি বাংলার নতুন মেগায় অবাঙালি নায়িকা? প্রকাশ্যে ‘তুলসি ধামের নাড়ু গোপাল’-এর প্রোমো
চন্দ্রর আসল উদ্দেশ্য জানতে পেরে তার মা, ছেলে বুবলাই আর ছেলের বউ বর্ষা ছাড়া কমলিনীর পরিবারের সকলে চন্দ্র বিরুদ্ধে চলে গেলে, চন্দ্র কমলিনীর সঙ্গে নতুনকে জড়িয়ে নানা নোংরা ইঙ্গিত করতে শুরু করে। যে কোনও প্রকারে কমলিনীকে দিয়ে বাড়ি লিখিয়ে নিতে চায়, যা স্বতন্ত্র তাকে জন্মদিন উপলক্ষ্যে উপহার হিসেবে দিয়েছিল। এতে তার পরিবার তার প্রতি আরও বিমুখ হলে, বড় চাল দেয় চন্দ্র। নিজের মায়ের গয়না চুরি করে কমলিনীর আলমারিতে রেখে তাকে ফাঁসাতে চায়। কিন্তু স্বতন্ত্র তাকে বাঁচিয়ে নেয়। তবে এইসব কিছুর পর এবার কমলিনীর নতুন লড়াই। কমলিনী চন্দ্রর থেকে মুক্তি পাওয়ার জন্য ডিভোর্সের মামলা করেছে। বহু অপেক্ষার পর এবার মেগায় সেই ডিভোর্সের মামলা নিয়ে কোর্ট রুম ড্রামা শুরু হতে চলেছে। প্রকাশ্য মেগার নতুন প্রোমো।
প্রোমোয় দেখা যায় কাঠগড়ায় কমলিনী আর চন্দ্র। চলছে তাদের ডিভোর্সের মামলা। আর সেখানেই উকিল তথা কুর্চির স্বামীর ভূমিকায় নজর কাড়লেন অম্বরীশ ভট্টাচার্য। নেতিবাচক চরিত্রে নজরকাড়েন অভিনেতা। প্রোমোর শুরুতেই তাঁকে বলতে শোনা যায়, ‘এই মহিলা এতদিন পরকীয়া চালিয়ে গিয়েছে, তাই আজ স্বামীকে ডিভোর্স দিতে চাইছে।’ এরপরই কমলিনী বলে, ‘কিন্তু যিনি আমার বিপক্ষে, তিনি আমার ননদের স্বামী, সে কথাটা কি তিনি জানিয়েছেন?’ তারপরই স্বতন্ত্র বলে ওঠে, 'এই কেস টা তিনি লড়ছেন কী করে?' তারপর দেখা যায় কমলিনীর পক্ষের উকিল বলছে, ‘যাঁর মেমারি লস হয়েছে, সে কী করে একটা বিয়ে করে নেয়?’ তখন চন্দ্র বলে ওঠে,'মিথ্যে কথা।' প্রোমোর একদম শেষে কমলিনীকে বলতে শোনা যায় সত্যি মিথ্যে তো প্রমাণ হয়েই যাবে।'
আরও পড়ুন: 'রোশনাই'-এর শ্যুটিং শেষ হতেই মুম্বই পাড়ি অস্মির! এবার কী তবে বলিউডে কাজ আসতে চলেছে নায়িকার?
মেগার নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন দর্শকরা। কারণ এর আগে অম্বরীশ ও পর্দার কুর্চি রাজন্যাকে জুটিতে 'রোশনাই'তে দেখা গিয়েছিল। তবে সেখানে মিল হয়নি। সেই প্রসঙ্গ টেনেই একজন মন্তব্য করেন, ‘অসাধারণ, কুর্চির বর সামনে এল কমলিনীর বিরোধী হয়ে। তাও অম্বরীশ মানে রোশনাইয়ের জুটি। আশা করি এখানে যেন পূর্ণতা পায়। চিরসখার মাধ্যমে অনেকদিন পর লীনার হাতের জাদু দেখতে পাবো পর্দায়।’
এছাড়াও অম্বরীশকে ‘শ্রীময়ী’ ধারাবাহিকে শ্রীময়ীর ভাইয়ের ভূমিকায় ইতিবাচক চরিত্রে দেখা যেত। তাছাড়াও বেশির ভাগ ক্ষেত্রেই অভিনেতাকে ইতিবাচক চরিত্রেই দেখে এসেছেন দর্শকরা। সেই সূত্র ধরেই একজন লেখেন, ‘শ্রীময়ীর ভাইয়ের চরিত্রে ইনি পজেটিভ ছিলেন। অথচ এখন নেগেটিভে চলে গেলেন। ওঁকে পজেটিভ চরিত্রে বেশি ভালো লাগে।’