'তারে জমিন পর!' হোয়াইট হাউসে মোদীর নৈশভোজ যেন চাঁদের হাট, বাইডেনের সঙ্গে রইলেন পিচাই-আম্বানিরা
Updated: 23 Jun 2023, 04:09 PM IST Piu Dey 23 Jun 2023 Sundar pichai, Mukesh Ambani, neeta Ambani, Narendra Modi, modi state dinner, Joe bidenState Dinner For Modi: মোদীর জন্য এই রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন জো বাইডেন এবং তাঁর স্ত্রী তথা সেদেশের ফার্স্ট লেডি জিল বাইডেন। এদিনের এই বিশেষ নৈশভোজে যেন চাঁদের হাট বসেছিল। ছিলেন মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি, আনন্দ মাহিন্দ্রা, সস্ত্রীক সুন্দর পিচাই প্রমুখ।
পরবর্তী ফটো গ্যালারি