বাংলা নিউজ > বায়োস্কোপ > Allu Arjun: মিলল না জামিন! ১৪ দিন জেলে কাটবে ‘পুষ্পা’, পালটি খেয়ে মৃতার স্বামী বলছেন, ‘আল্লুর দোষ নেই’
পরবর্তী খবর
দক্ষিণী সিনেমার জগত সরগরম আল্লু অর্জুনের গ্রেফতারি ঘটনায়। বক্স অফিস কাঁপছে পুষ্পা ২ ঝড়ে, ১১০০ কোটির গণ্ডি পার করা ছবির নায়ক কিনা কারাগারে! ৪ঠা ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে 'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক মহিলার। সেই মামলাতেই শুক্রবার হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার হন আল্লু। রেহাই মিলল না, এদিন মেডিক্যাল পরীক্ষার পর নামপল্লী কোর্টে পেশ করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হল আল্লুকে। আরও পড়ুন-‘ফ্লাওয়ার নেহি ফায়ার হ্যায়’,বউকে চুমু! কফিতে চুমুক, গ্রেফতারির সময়ও জারি 'পুষ্পারাজ' আল্লুর সোয়্যাগ