দেখতে দেখতে জীবনের আরও একটা বসন্ত পার করে ফেললেন রণবীর কাপুর। বাবা হওয়ার পর এটা তাঁর দ্বিতীয় জন্মদিন। রণবীর কাপুরের জন্মদিনে ভক্তদের রিটার্ন গিফট দিলেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় নায়কের গোপন প্রোফাইলের হদিশ আজও খুঁজে চলেছেন সকলে। তাই রণবীরের ব্যক্তিগত জীবনের ঝলক পেতে আলিয়ার উপরই নির্ভরশীল ফ্যানেরা।
রণবীরের ৪২ তম জন্মদিন উপলক্ষ্যে মেয়ে রাহার সঙ্গে কাটানো মিষ্টি ছবিগুলি ভাগ করে নিয়েছেন আলিয়া। মেয়ে অন্ত প্রাণ রণবীর, প্রতি ছবিতেই সেই ঝলক স্পষ্ট। একটা সময় বলিউডের ক্যাসানোভা হিসাবে পরিচিত রণবীর, এখন পুরোদস্তুর ফ্যামিলিম্যান। তাঁর নিখুঁত পারিবারিক জীবনের ঝলক উঠে এসেছে প্রত্যেক ছবিতে।
প্রথম ছবিতে দেখা যাচ্ছে যে তারা তিনজনই একটি গাছকে আলিঙ্গন করছেন, রণবীরের চোখ রাহার দিকে, ক্যামেরায় তাকিয়ে আলিয়া কন্যা। দ্বিতীয় ছবিতে রণবীরের কোলে শিশু রাহাকে বিদেশের রাস্তায় বেড়ু বেড়ু করতে দেখা গেল। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে, রণবীরের কোলে বসে হাসছেন আলিয়া। আবছা, অস্পষ্ট সেই ছবিতেও দুজনের রসায়ন ঠিকরে বোরেচ্ছে।
অন্য একটি ছবিতে রাহাকে একটি ঘোড়ার আস্তাবল ঘুরে দেখাচ্ছেন রণবীর। শেষ ছবিতে নায়কের গত রাতের জন্মদিনের পার্টির একটি ছোট ঝলক দেখা যায়। আলিয়া পোস্টটির ক্যাপশনে লিখেছেন, 'কখনও কখনও আপনার যা দরকার তা হ'ল একটি বিশাল আলিঙ্গন .. এবং আপনি জীবনটাকে জীবনের মতো উপভোগ করা শুরু করেন। শুভ জন্মদিন বেবি…'।
করণ জোহর, গুনীত মোঙ্গা সহ আরও বেশ কয়েকজন সেলিব্রিটি রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, 'আহা দিনের সেরা ছবি। ' আরেকজন মন্তব্য করেছেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় অভিনেতা।’
রণবীর, আলিয়া এবং রাহা সম্প্রতি প্যারিসে ছিলেন যেখানে আলিয়া লরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে প্রথমবারের মতো ব়্যাম্পে হাঁটেন। বুধবারই মুম্বই ফেরেন তাঁরা। পাপারাৎজিদের তোলা ভিডিয়োতে দেখা যাচ্ছে, শহরে ফেরার পথে মেয়ের সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছে আলিয়া ও রণবীরকে। তাঁদের সঙ্গে যোগ দেন নীতু কাপুরও। ঠাকুমা ওর গালে একটা চুমু খেতেই রাহা মিষ্টি করে হাসল।
এদিন সোশ্য়াল মিডিয়ায় আরও একটা সুখবর শেয়ার করেছেন নীতু কাপুর। অভিনেতার পাশাপাশি এবার উদ্যোগপতি রণবীর। নিজের জুতোর ব্র্যান্ড শুরু করেছেন নায়ক। যার নাম ‘আরকেস’। তারই অফিসিয়্যাল অ্যাকাউন্ট সামনে এল আরকে-র জন্মদিনে।
রণবীর-আলিয়ার পরবর্তী ছবি
জিগরা'র মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন আলিয়া, এতে বেদাং রায়নাও অভিনয় করেছেন। নবরাত্রিতেই মুক্তি পাবে এই ছবি। অন্যদিকে রণবীরকে আগামিতে নীতেশ তিওয়ারির 'রামায়ণ' এবং সঞ্জয় লীলা বানসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে দেখা যাবে।