মহেশ ভাটের বড় কন্যা পূজা ভাট ৯০ এর দশকে সিনে জগতে বেশ ভালো খ্যাতি অর্জন করেন। কিন্তু বর্তমানে স্টুডেন্ট অব দ্য ইয়ারের হাত ধরে অভিষেকের পর আর পিছু ফিরে তাকাতে হয়নি আলিয়া ভাটকে। একের পর এক হিট, স্মরণীয় চরিত্র উপহার দিয়ে নিজের জাত চিনিয়েছেন আলিয়া। নেপো কিড নয়, গুণেই খ্যাত পেয়েছেন যে বুঝিয়েছেন বারবার। তবুও এদিন নিজের দিদির সঙ্গে সৎ বোনের তুলনা টানলেন মহেশ ভাটের ছেলে রাহুল। জানালেন পূজা অনেক বেশি গুণী, ভালো অভিনেত্রী আলিয়ার থেকে।
আরও পড়ুন: 'এটা ক্ষমার অযোগ্য...', পহেলগাঁও ধর্ম জিজ্ঞেস করে ২৬ জনকে হত্যা, প্রতিবাদে সোচ্চার অক্ষয়-ভিকি-সিদ্ধার্থরা
ঠিক কী বলেছেন রাহুল?
হিন্দি রাশকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন তাঁর দিদি পূজার ট্যালেন্টের সঙ্গে আলিয়ার কোনও তুলনাই হয় না। প্রাক্তন বিগ বস প্রতিযোগী এবং এই ফিটনেস ইন্সট্রাক্টর উক্ত সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমার মত অনুযায়ী ওর (আলিয়া) আমার নিজের দিদি পূজার ট্যালেন্টের অর্ধেকও নেই। না ট্যালেন্ট, না দেখতে না সেক্সি। আমার দিদির সামনে ও চিনি ছাড়া দুধ। (অর্থাৎ অতটা ভালো নয়)'
তিনি এদিন আরও বলেন, 'আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী, আমাদের সব ভাই বোনেদের মধ্যে সব থেকে গুণী, বিবেক সম্পন্ন হল পূজা। আমার বাবার ঐতিহ্য যদি সঠিক ভাবে কেউ বহন করে থাকে তাহলে সেটা পূজা। আমি নিজে ওর স্টারডম দেখেছি। সেই সময় আমাদের দেশের সেরা সেক্স সিম্বল ছিল পূজা।'
তবে যতই সৎ বোনকে নিজের দিদির সঙ্গে তুলনা টেনে খাটো করুন না কেন রাহুল জানিয়েছেন আলিয়ার সঙ্গে তাঁর ভালোই সম্পর্ক। বোনের বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'ও এখন মা হয়ে গিয়েছে। সফল ভীষণ। কেউ ওকে এখন ফোন করে বলতে পারে না যে আমি আসছি তোমার সঙ্গে দেখা করতে। আমি কিছু প্রোটোকল মেনে চলতে ভালোবাসি। ও খুব ভালো একজন মা। আমার সৎ বোন শাহিন ভাটের ও খুব ভালো মতো যত্ন নেয় যেটা আমি শ্রদ্ধা করি।'
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো মহেশ ভাটের প্রথমে কিরণ ভাটের সঙ্গে বিয়ে হয়েছিল। তাঁদের দুই সন্তান হলেন পূজা এবং রাহুল। এরপর সোনি রাজদানকে বিয়ে করেন মহেশ। ১৯৮৬ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। তাঁদের দুই সন্তান হলেন শাহিন এবং আলিয়া।