বলিউডের অন্যতম নামজাদা ফ্যাশন ডিজাইনার বাংলার ছেলে সব্যসাচী মুখোপাধ্যায়। কেরিয়ারের ২৫ বছরের মাইলস্টোন ছুঁলেন আলিয়া-দীপিকা থেকে বিদ্য়া, মাধুরীদের প্রিয় ফ্যাশন ডিজাইনার। বিয়ে হোক বা যে কোনও অনুষ্ঠান, সব্যসাচীর ডিজাইন করা পোশাক ছাড়া ভাবতেই পারেন না বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা। ফ্যাশন হাউজের ২৫ বছর উপলক্ষে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন সব্যসাচী, যেখানে উপস্থিত ছিলেন নামিদামি তারকারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, সোনম কাপুর, কোকিলাবেন সহ আরও অনেকে। সকলেই সেজেছিলেন কালো রঙের পোশাকে। এটাই ছিল থিম কালার। তবে সকলের থেকে অন্যরকম একটি সাজে দেখা গেল দীপিকাকে, এই অনুষ্ঠানে র্যাম্প ওয়াক করেন।
আরও পড়ুন: ৭৭ বছর বয়সে একটানা ৮-১০ ঘণ্টা দাঁড়িয়ে গানের রেকর্ডিং করেছিলেন লতা মঙ্গেশকর! জানেন কোন গান?
বাজিরাও মাস্তানি অভিনেত্রীকে দেখা যায় একটি সাদা রঙের পোশাকে। মাথার চুল টাইট করে বাঁধা, হাতে কালো গ্লাভস, চোখে বড় চশমা, সব মিলিয়ে দীপিকার লুক ছিল অসাধারণ। মা হওয়ার পর এই প্রথম তিনি র্যাম্প ওয়াক করলেন। দীপিকার ছবি ইন্টারনেটে ভাইরাল হতেই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভক্তরা।
তবে শুধু অভিনেত্রীর অনুরাগীরা নন, আরও একজন আছেন যিনি দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি হলেন আলিয়া ভাট। আলিয়ার স্বামী রণবীর কাপুরের প্রাক্তন দীপিকা। তবে সেই সমীরকরণ কোনওদিনই বাধা হয়নি আলিয়া-দীপিকার বন্ধুত্বে। বরাবরই পরস্পরের চিয়ারলিডার তাঁরা। ব়্যাম্পে দুয়ার মা-কে। হাততালি দিয়ে তাঁকে উৎসাহিত করতে ভোলেননি রাহার মা।
আলিয়া যেভাবে দীপিকাকে উৎসাহিত করেন, তাতে ভীষণ খুশি হন নেটিজেনরা। আলিয়া একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন যে দুর্দান্ত মনের মানুষ, সেটাই বারবার বলতে চেয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। স্বামীর প্রাক্তন হোক বা যেই হোক, একজন মেয়ে হিসেবে যে একজন মেয়ের পাশে এইভাবেই দাঁড়াতে হয়, তা প্রমাণ করে দিয়েছেন আলিয়া।
আরও পড়ুন: ‘ছত্রপতি সম্ভাজি মহারাজ’এর বেশে ভিকির নাচ নিয়ে আপত্তি, তীব্র বিতর্কের মুখে বাদ পড়ল ‘ছাবা’র এই গান
আরও পড়ুন: ‘সেক্সবম্ব’ মমতা হয়েছেন মহামণ্ডলেশ্বর! চটলেন রামদেব, ‘আজকাল যে কেউ, কাওকে ধরে…’
সব্যসাচীর ফ্যাশন হাউজের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলিয়া পরেছিলেন একটি কালো শাড়ি এবং সিকুয়েন্স ব্লাউজ। কানে ঝোলা দুল এবং চুল ছিল খোঁপা করে বাঁধা। সব মিলিয়ে একটি অনবদ্য লুক ক্রিয়েট করেছিলেন আলিয়াও।