
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে যান তিনি। টুইটে মায়ের মৃত্যুর খবর সকলকে জানিয়েছেন অভিনেতা।
টুইটে অভিনেতা লেখেন, ‘আমার মূল অংশ তিনি। আমি আমার অস্তিত্বের মূল অংশকে হারিয়ে অসহ্য যন্ত্রণা অনুভব করছি। আমার মা শ্রীমতি অরুণা ভাটিয়া শান্তিপূর্ণভাবে আজ সকালে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন এবং অন্য জগতে আমার বাবার সঙ্গে পুনরায় মিলিত হলেন। আমি এবং আমার পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আপনার প্রার্থনাকে সম্মান করি। ওম শান্তি’।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মায়ের স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিয়ে অনুরাগীদের প্রার্থনা করতে বলেছিলেন অভিনেতা। তিনি লিখেছেিলেন, ‘সবাই যে ভাবে মায়ের জন্য যেভাবে খোঁজ নিয়েছেন সে জন্য ধন্যবাদ। আমার ও আমার পরিবারের জন্য এ এক কঠিন সময়। আপনাদের সবার প্রার্থনা এই সময় খুবই প্রয়োজনীয়’। আজ সকালেই না ফেরার দেশে অভিনেতার মা।
উল্লেখ্য, গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি ছিলেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। মায়ের অসুস্থতার খবর জানতে পেরেই সোমবার লন্ডন থেকে শ্যুটিং ছেড়ে তড়িঘড়ি মুম্বই ফেরেন অভিনেতা। সপ্তাহ দুয়েক ধরে লন্ডন সহ ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় 'সিন্ডেরেলা'-ছবির শ্যুটিং করছিলেন তিনি। তাই মায়ের অসুস্থতার খবর পেয়ে ছেলে যে স্বাভাবিকভাবে সবকিছু ছেড়ে ফিরে আসেন।
মায়ের সঙ্গে দারুণ সম্পর্ক অক্ষয়ের। অত্যন্ত ঘনিষ্ঠ। দীর্ঘ বছর ধরে লাইমলাইটে থাকা সত্ত্বেও আদ্যপান্ত একজন খাঁটি 'ফ্যামিলি ম্যান' অক্ষয়। মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা এবং তাঁর পরিবার। শোক প্রকাশ করেছেন অভিনেতার বন্ধু, সহকর্মী এবং অনুরাগীরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports