অভিনেতা অক্ষয় কুমার তাঁর ‘নমস্তে লন্ডন’ সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তাঁর স্বামী এবং অভিনেতা ভিকি কৌশলকে তাঁদের প্রথম সন্তানের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার ক্যাটরিনা এবং ভিকি তাঁদের অনুরাগীদের জন্য প্রেগন্যান্সির ঘোষণা করেন। যে খবরে তাঁদের বন্ধু, পরিবার এবং অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়েছেন।ক্যাটরিনার প্রেগনেন্সি ঘোষণার পোস্টে কমেন্ট করে অক্ষয় কুমারও এই দম্পতিকে আশীর্বাদ জানান এবং একটি বিশেষ আবদার করেন। অক্ষয় লিখেছেন, ‘ক্যাটরিনা এবং ভিকি, তোমাদের জন্য আমি খুবই খুশি। আমি জানি তোমরা দু'জন সেরা বাবা-মা হবে।’ তাঁর বার্তা এখানেই শেষ হয়নি, তিনি আরও লেখেন, ‘দয়া করে বাচ্চাকে ইংরাজি আর পঞ্জাবি দুটোই শিখিও। অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। জয় মহাদেব।’ এই ঘটনার কয়েক দিন আগে ক্যাটরিনাকে তাঁর পছন্দের নায়িকা বলেছিলেন অক্ষয়। ‘আমার পছন্দের নায়িকা… আসলে আমি সবার সঙ্গেই কাজ করেছি… (একটু থেমে) ক্যাটরিনা।’ আপ কি আদালত-এর একটি পর্বে উপস্থিত হয়ে একথা বলেন।অক্ষয় এবং ক্যাটরিনা একসঙ্গে আটটি বলিউড ছবিতে কাজ করেছেন। ছবিগুলি হল হামকো দিওয়ানা কর গয়ে (২০০৬), নমস্তে লন্ডন (২০০৭), ওয়েলকাম (২০০৭), সিং ইজ কিং (২০০৮), ব্লু (২০০৯), দে দনা দন (২০০৯), তিস মার খান (২০১০) এবং সূর্যবংশী (২০২১)। মঙ্গলবার ভিকি এবং ক্যাটরিনা তাঁদের প্রেগনেন্সির ঘোষণা করেন। এই দম্পতি একটি সাদা-কালো পোলারয়েড ছবি শেয়ার করেছেন, যেখানে গর্ভবতী ক্যাটরিনা তাঁর বেবি বাম্পের দিকে তাকিয়ে মৃদু হাসছেন, এবং ভিকি স্নেহের সঙ্গে তাঁর মাথা ক্যাটরিনার মাথার উপর রেখেছেন। ছবিটি শেয়ার করে ভিকি এবং ক্যাটরিনা যৌথভাবে লিখেছেন, ‘আমরা আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে চলেছি।’২০২১ সালে রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস রিসোর্ট, ফোর্ট বারওয়ারায় ভিকি এবং ক্যাটরিনা রাজকীয় বিয়ে করেন। তাঁরা এখনও পর্যন্ত কোনো সিনেমাতে একসঙ্গে অভিনয় করেননি।