বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া বচ্চন ইন্ডাস্ট্রিতে তাঁর সিনেমার জন্য যতটা পরিচিত, রাগের জন্যও ততটাই পরিচিত। অনেকবার জয়াকে ক্যামেরার সামনে ভক্ত বা পাপারাৎজিদের উপর রেগে যেতে দেখা গিয়েছে। তবে জয়া সম্প্রতি এক অনুরাগী সেলফি তুলতে এলে তাঁকে একপ্রকার ঠেলে সরিয়ে দেন। এই ভিডিয়োটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই জয়াকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ট্রোল করা শুরু হয়। নেটিজেনদের পাশাপাশি তারকারাও জয়া বচ্চনের আচরণের নিন্দা করেছেন। সম্প্রতি 'অনুপমা' খ্যাত অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ও এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন: 'সন অফ সর্দার ২' নাকি ‘ধড়ক ২’ আয়ের নিরিখে কে কাকে টক্কর দিল? দেখে নিন বুধবারের বক্সঅফিস কালেকশন
জয়া বচ্চনের ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন রূপালি গঙ্গোপাধ্যায়
সম্প্রতি রূপালি গঙ্গোপাধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে রূপালি তাঁর লুকের জন্য সংবাদের শিরোনামে রয়েছেন। ওই অনুষ্ঠানেই পাপারাৎজিরা রূপালিকে জয়া বচ্চনের এক ভক্তকে ধাক্কা দেওয়ার ভিডিয়ো সম্পর্কে প্রশ্ন করেছিলেন। এর উত্তরে রূপালি বলেন, 'জয়া জিকে আমি আমার মায়ের সঙ্গে 'কোরা কাগজ' ছবি দেখেছি, ওই ছবির জন্য বাবা জাতীয় পুরস্কার পেয়েছিলেন। 'কোরা কাগজ' ছবিতে জয়া জির অভিনয় দেখে আমি সত্যিই অভিনয় শিখেছি। আমি ওঁর কাছ থেকে এই আচরণ আশা করিনি।' রূপালি গাঙ্গুলির এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। নেটিজেনরাও এই ভিডিয়োর তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।
আরও পড়ুন: ভিড় ঠেলে শুভশ্রীর হাত ধরে গাড়িতে তুলে দিলেন দেব! 'সব পরিপূর্ণ…', বললেন নেটিজেনরা