এনডিটিভি সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় পার্কিংয়ের জায়গা নিয়ে বিরোধের জেরে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির খুড়তুতো ভাই আসিফ কুরেশি (৪২ বছর) খুন হয়েছেন। দিল্লি পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং একটি খুনের অস্ত্রও বাজিয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: কমছে 'সাইয়ারা'র আয়! ‘সন অফ সর্দার ২’ থেকে ‘ধড়ক-২’-এর বক্স অফিস কালেকশন কত?
বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিনেত্রীর ভাই আসিফ দুই ব্যক্তিকে তার বাড়ির মূল প্রবেশপথ থেকে দূরে তাঁদের গাড়ি পার্ক করতে বলেন। তা নিয়েই তাঁদের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়, যা পরে শারীরিক আক্রমণের দিকে মোড় নেয়। এরপর দুই ব্যক্তি আসিফকে হত্যা করে বলে অভিযোগ।
আরও পড়ুন: উৎসবের গৃহে প্রবেশে শুভশ্রীর বড় চমক! কাঞ্চন থেকে অনন্যা আর কে কে আসছে রায় পরিবারের ‘গৃহপ্রবেশ’-এ?
এনডিটিভিকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে হুমা কুরেশির বাবা তথা আসিফের কাকা সেলিম কুরেশি বলেন, 'দু'জন লোক বাড়ির সামনে একটি স্কুটার পার্ক করেছিল। আসিফ তাঁদের স্কুটারটি সরিয়ে রাখতে বলেন, আসলে তিনি প্রবেশপথের সামনেটা আটকে রাখতে না করেন। এর ফলে মৌখিক ঝগড়া শুরু হয় এরপর তা হাতাহাতির পর্যায় পৌঁছে যায়। ওরা (অভিযুক্ত) দু'জন মিলে আমার ভাইপোকে খুন করে।'
আরও পড়ুন: 'ধূমকেতু'র পর দেব-শুভশ্রী জুটি ফের বড় পর্দায় ফিরছে? ইঙ্গিতপূর্ণ পোস্ট রানার
আসিফ দিল্লিতে মুরগির ব্যবসা করতেন। তাঁর স্ত্রী শেহেনাজ কুরেশির জানান, পার্কিং নিয়ে প্রতিবেশীরা আগেও তাঁর সঙ্গে ঝগড়া করতেন। এবার ঝগড়ার সময় আসিফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে জানা গিয়েছে। তিনি গুরুত্বর আহত হন। তাঁকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিনেত্রী হুমা কুরেশি এখনও এই ঘটনা সম্পর্কে কোনও বিবৃতি দেননি। দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি প্রাথমিক ভাবে অন্য ভাষায় প্রকাশিত। স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে এটির বাংলা তরজমা করা হয়েছে। HT বাংলার তরফে চেষ্টা করা হয়েছে, বিষয়টির গুরুত্ব অনুযায়ী নির্ভুল ভাবে পরিবেশন করার। এর পরেও ভাষান্তরের ত্রুটি থাকলে, তা ক্ষমার্হ এবং পাঠকের মার্জনা প্রার্থনীয়।