যশ রাজ ফিল্মস নির্মিত 'সাইয়ারা' ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। 'সাইয়ারা' বক্স অফিসে তুমুল ব্যবসা করছে। এই ছবিটি মুক্তির ২১ দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু এবার আসতে আসতে কমছে ছবির দৈনিক আয়। সামনে এল ‘সাইয়ারা’র বৃহস্পতিবারের বক্স অফিস কালেকশন।
আরও পড়ুন: উৎসবের গৃহে প্রবেশে শুভশ্রীর বড় চমক! কাঞ্চন থেকে অনন্যা আর কে কে আসছে রায় পরিবারের ‘গৃহপ্রবেশ’-এ?
'সাইয়ারা' ৪৫ কোটি টাকা বাজেটে তৈরি করা হয়েছিল। যা এখন পর্যন্ত যা আয় করেছে তাতে ব্যয়ের পরিমাণকে অনেক আগেই ছাপিয়ে গিয়েছে। ‘সাইয়ারা’ প্রথম দিনেই ২১ কোটি টাকা আয় করেছিল। তবে স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার ২১তম দিনে 'সাইয়ারা' ১.৮৫ কোটি টাকা আয় করে। তবে এটাই চূড়ান্ত পরিসংখ্যান নয়। এখন পর্যন্ত এর মোট আয় ৩০৮.৪৫ কোটি টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন: 'ধূমকেতু'র পর দেব-শুভশ্রী জুটি ফের বড় পর্দায় ফিরছে? ইঙ্গিতপূর্ণ পোস্ট রানার
পাশাপাশি, অজয় দেবগণের 'সন অফ সর্দার ২' এবং সিদ্ধার্থ চতুর্বেদীর 'ধড়ক ২' এক সঙ্গে বক্স অফিসে মুক্তি পেয়ে ছিল। অজয় দেবগন ছাড়াও 'সন অফ সর্দার ২'-এ মুখ্য ভূমিকায় রয়েছেন রবি কিষাণ এবং মৃণাল পান্ডে। বুধবার, ষষ্ঠ দিনে ছবিটির বক্স অফিসে ১.৬৪ কোটি টাকা আয় করে। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার 'সন অফ সর্দার ২' সপ্তম দিনে ১.৪০ কোটি টাকা আয় করেছে বলে জানা গিয়েছে। ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির মোট আয় ৩২ কোটি ৮৯ লক্ষ টাকা।
অন্যদিকে, সিদ্ধান্ত চতুর্বেদী এবং তৃপ্তি দিমির ছবি ‘ধড়ক-২’ বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। 'খড়ক ২' প্রথম দিনে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা আয় দিয়ে শুরু করেছিল। বুধবার 'ধড়ক ১.০৪ কোটি টাকা আয় করে। স্যাকনিল্কের প্রাথমিক প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার 'ধড়ক ২' এখনও পর্যন্ত সপ্তম দিনে ১.০০ কোটি টাকা আয় করেছে। 'ধড়ক-২' এখনও পর্যন্ত ভারতীয় বক্স অফিসে ১৬ কোটি ৪৪ লক্ষ টাকা আয় করেছে। ফলে আয়ের দিক থেকে 'সন অফ সর্দার ২' 'ধড়ক-২'-এর থেকে যে বেশ খানিকটা এগিয়ে রয়েছে তা তো বলাই বাহুল্য।