
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
অভিনেতা আলি গোনি ও জেসমিন ভাসিনের সম্পর্কের কথা কারও অজানা নয়। সলমন খানের শো 'বিগ বস ১৪'-এ দুজনেই খোলাখুলি তাঁদের ভালোবাসার কথা জানান। দুজনে স্টেডি সম্পর্কে রয়েছেন। তাঁদের সম্পর্কের রসায়ন মুগ্ধ করে ভক্তদের। যদিও আলি ভক্তদের রয়েছে দুঃসংবাদ। সম্প্রতি, শ্যুটিং সেটে দুর্ঘটনায় চোট পেয়েছেন অভিনেতা।
আলি এবং জেসমিন বর্তমানে তাঁদের আসন্ন একটি মিউজিক ভিডিয়োর শ্যুটিং করছিলেন। গানের শ্যুটিং চলাকালীন বাম চোখে চোট পান আলি। সেট থেকে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে অভিনেতার। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আলি একটি হাত রুমাল দিয়ে তাঁর চোখ ঢেকে রেখেছেন, সেখানে জেসমিনও উপস্থিত, তিনি প্রেমিকের ব্যথা দেখে বিরক্ত বোধ করছেন। আরও পড়ুন: ‘বান্ধবী’র ছবি দিয়ে নিজের বাহুতে ট্যাটু! আলেক্সির কাণ্ড দেখে কী বললেন দিশা
অন্যান্য ক্রু সদস্যরা ঘটনাস্থলে আলিকে সাহায্য করার চেষ্টা করছেন। অন্যদিকে, আলির অবস্থা থেকে জেসমিনের মুখের রং উড়ে গিয়েছে। আলির জন্য তাঁকে খুব বিব্রত দেখাচ্ছে। ভিডিয়োটি সামনে আসার পরে, আলযর ভক্তরাও অভিনেতার জন্য চিন্তিত হয়ে পড়েছেন। মন্তব্য বক্সে নেটিজেনরা অভিনেতার যত্ন নেওয়া এবং শীঘ্রই সুস্থ হয়ে উঠতে কামনা করেছেন।
হাতে বড় একটা রেড হার্ট নিয়ে হাঁটু গেড়ে বসে জেসমিনকে প্রোপজ করেন আলি গোনি। বিগ বসের ঘরে তা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন সানি লিওনে। জেসমিনকে কবে বিয়ে করছেন? সে প্রসঙ্গে পুরনো এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, জীবনের নতুন অধ্যায়ে একে অপরকে আরো ভালো করে জানতে চান তাঁরা।
বিয়ের বিষয় অভিনেতা বলেছিলেন, তাঁরা দুজনে যখন মনে করবেন তাঁদের সম্পর্ককে অন্য স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, তখন তারা বিয়ে করবেন। তিন বছরের বন্ধুত্ব দু’জনের। বিগ বস রিয়্যালিটি শো-তে প্রবেশের তাঁরা একে অপরের প্রতি অনুভূতি অনুভব করেন। সেখান থেকেই তাঁদের প্রেম সম্পর্কের সূত্রপাত।
অভিনেতা বলেছিলেন, ‘এটা দারুণ একটা ব্যাপার। কিছুই বদলায়নি। আগেও আমরা সেরা বন্ধু ছিলাম, এখনো আছি। আমার একে অপরের সঙ্গে একই ব্যবহার করি’। আলির মনে একটু সন্দেহ ছিল। তবে রিয়্যালিটি শো-তে কাছাকাছি আসার পর সেই সন্দেহ নাকি মিটে যায়। তিনি আরো বলেন, ‘আমি মনে করেছিলাম বাইরে এসে সব কিছু বদলে যাবে, হয়তো বা আলাদা কোনো অনুভব হবে, আমারা সম্পর্কে রয়েছি সেই নিয়ে। কিন্তু তেমন কিছুই হয়নি। আগে যেমন বন্ধুত্ব ছিল এখনও তেমনই আছে’।
৳7,777 IPL 2025 Sports Bonus