Abhisekh Bachchan in Oruvan 2: ঐশ্বর্যর পর এবার তামিল ছবিতে অভিষেক! তবে হিরো নন, ভিলেন হিসাবে নতুন শুরু করছেন বচ্চন পুত্র। খবর, ‘থানি ওরুভান’-এর সিকুয়েলে অরবিন্দ স্বামীর জায়গা নেবেন অভিষেক।
ঐশ্বর্যর পর এবার তামিল ছবিতে অভিষেক!
গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে অভিষেক বচ্চন। নেপথ্যে তাঁর টালমাটাল দাম্পত্য সম্পর্কের গুঞ্জন। খবর, ঐশ্বর্যর সঙ্গে জুনিয়র বি ১৬ বছরের সংসারে ফাটল ধরেছে। সেই নিয়ে মুখে কুলুপ বচ্চন পরিবারের। তবে কর্মক্ষেত্রে বউয়ের পদচিহ্ন অনুসরণ করছেন বচ্চন-পুত্র। হ্যাঁ, সূত্রের খবর, এবার 'দশভি' তারকাকে দেখা যাবে তামিল ইন্ডাস্ট্রিতে!
খবর, জয়রাম রবিব সুপারহিট তামিল ছবি ‘থানি ওরুভান’-এর সিকুয়েলে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অভিষেক। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘থানি ওরুভান’, ছবির সিকুয়েল আসছে তা নিশ্চিত। এই ছবিতে ভিলেন হিসাবে দর্শক দেখেছিল অরবিন্দ স্বামীকে। সিদ্ধার্থ অভিমন্যুর ভূমিকায় অরবিন্দ স্বামীর দুর্ধর্ষ অভিনয়ই এই ছবিতে অন্য মাত্রা দিয়েছিল। কিন্তু ছবির সিকুয়েল আর থাকছেন না অরবিন্দ।
মোহন রাজা পরিচালিত এই ছবিতে জয়রাম রবির নায়িকার চরিত্রে অবশ্যই ফিরবেন নয়নতারা। এই ছবি অতি চেনা বাঙালি দর্শকদের কারণ ২০১৭ সালে ‘থানি ওরুভান’-এর বাংলা রিমেক তৈরি হয়েছিল ‘ওয়ান’ নামে। যে ছবিতে মেডিসিন মাফিয়া তথা বিজ্ঞানী সিদ্ধার্থ অভিমন্যুর চরিত্রটিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জয়রাম রবি অভিনীত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা মিলেছিল যশ দাশগুপ্তের।