
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মনে আছে ‘আশিকি’ নায়িকা অনু আগারওয়ালকে। গ্ল্যামার দুনিয়ার আকাশছোঁয়া সাফল্য পেয়েছিলেন তিনি। ‘আশিকি’ ছবি থেকে রাতারাতি পরিচিতি পেতে শুরু করেন। মাত্র ২১ বছর বয়সে বলিউডে পদার্পণ করেছিলেন। তবে আশিকির আকাশছোঁয়া সাফল্যে পালটে যায় অনুর ভাগ্য।
অনুকে দূরদর্শনের ধারাবাহিক ‘ইসি বাহানে’তে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকটি ১৯৮৮ সালে সম্প্রচারিত হতো। প্রথম সিনেমাতে অভিনয় করে বাজিমাত করেছিলেন অনু। আশিকির পর রাকেশ রোশনের কিং আঙ্কেল ছবিতে কাজ করেন। ‘রিটার্ন অফ জুয়েল’ ছিল অনুর শেষ বক্স অফিস রিলিজ। বলিউডের সেই সাফল্য ধরে রাখতে পারেননি নায়িকা। আপাতত তিনি গ্ল্যামার দুনিয়া থেকে দূরে। বলিউডে ‘আশিকী’ ব্লকবাস্টার হিট করার পর অভিনয় দুনিয়া থেকে সরে আসেন অনু। ৫ বছর পর ভয়ানক পথ দুর্ঘটনা হয় অনুর। আরও পড়ুন: রাজকে মিস করছেন নবনীতা, মুখ ফসকে কার কথা বললেন অভিনেত্রী
বাস্তব জীবনটা বেশ কঠিনই বলা যায় অনুর কাছে। ১৯৯৯ সালে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী। এতটাই গুরুতরভাবে জখম হয়েছিলেন কিছুদিনের কোমায় চলে যান। প্রায় ২৯ দিন ধরে আই সি ইউ- তে থাকার পর জ্ঞান ফেরে নায়িকার। এক সময় চিকিত্সরা বলেছিলেন তিনি বেশি দিন বাঁচবেন না। স্মৃতিশক্তি এক্কেবারে হারিয়ে ফেলেছিলেন। ভুলে গিয়েছিলেন তিনি যে ‘আশিকি’তে অভিনয় করেছিলেন। সিনেমায় নিজেকে দেখেও মনে করতে পারতেন না কিছু। আরও পড়ুন: ‘কঠিন সিনেমা…’, ফাইটার মুক্তির পর ‘কৃষ ৪’ নিয়ে লেটেস্ট আপডেট দিলেন হৃতিক
সেই সময় অভিনেত্রীর মা তাঁকে মনে করানোর চেষ্টা করতেন তাঁর অতীত। এমনকি মেয়ে অনুকে নিজেও অভিনয় করে দেখাতেন। অনু বলেছেন, ‘মা বার বার বলতেন এটা তুমি। আমি শিশুর মতো মেয়েটাকে দেখতাম, তাঁকে দেখে মনে হয়নি আমি অভিনয় করছি। কিন্তু কিছুতেই সংযোগ ঘটাতে পারতাম না’। আরও পড়ুন: ফাইটারের জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন হৃতিক-দীপিকারা, শুনলে চমকে উঠবেন
অ্যাক্সিডেন্টের পর আর বলিউডে ফেরা হয়নি অনুর। মুম্বইতে যোগাসনের স্কুল খুলেছেন। সেখানে বস্তির বাচ্চাদেরও যোগা শেখান তিনি। খুব সাধারণ ভাবে জীবন যাপন করেন। লং ডিসট্যান্স রিলেশনশিপের কারণে কেরিয়ারের শুরুর দিকে বিচ্ছেদ হয়ে যায় প্রেমিকের সঙ্গে। এখন একাই জীবন কাটাচ্ছেন অনু। বিয়েও করেননি। তবে প্রায় তিন দশক পর এই মুহূর্তে অভিনয়ে কামব্যাক করতে চাইছেন অনু আগরওয়াল। নানা ধরনের চিত্রনাট্য পড়ছেন, নির্মাতাদের সঙ্গেও দেখা করছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports