গত ২০ জুন বড় পর্দায় মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ছবি ‘সিতারে জামিন পর’। ছবিতে মুক্তির সময় আমির স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই ছবিটি কোনওভাবেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে না। কিন্তু পাশাপশি তিনি এও জানিয়েছিলেন, ছবিটি নির্ধারিত অঙ্কের বিনিময়ে ইউটিউবে দেখতে পাবেন দর্শকরা।
ইউটিউবে কীভাবে এই সিনেমাটি দর্শকরা দেখতে পাবেন, কত টাকার বিনিময়ে দেখতে পাবেন, সবটাই আমির জানিয়েছেন দর্শকদের, কিন্তু পুরোটাই একেবারেই অন্যরকম স্টাইলে। ছেলে জুনায়েদ খানের সঙ্গে আমিরের সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় তুমুলভাবে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় জিৎ, কবে থেকে শুরু বায়োপিকের কাজ?
আরও পড়ুন: ‘ধুমকেতু’-র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে চেয়ার সাজাতে ব্যস্ত দেব, মুগ্ধ নেটপাড়া
বিজ্ঞাপন প্রসঙ্গে
বিজ্ঞাপনটি শুরু হতে দেখা যায় আমির বাড়িতে ঢুকতেই দেখতে পান একজন বাড়িতে বসেই সিতারে জমিন পর দেখছেন। এই দৃশ্য দেখে আমির ভীষণ রেগে যান। তারপরে ওই ব্যক্তির থেকে তিনি শুনতে পাননি এই গোটা ব্যাপারটাই জুনায়েদ প্ল্যান করেছে। জুনায়েদের কথা শুনে আমির আরও রেগে গিয়ে ঘরে ঢুকে ছেলেকে বকাবকি করতে শুরু করেন।
জুনায়েদ যখন বাবাকে উৎসাহিত করার চেষ্টা করে ঠিক তখনই আমির মজার ছলে নিজের দুটি ফ্লপ ছবির নাম মনে করিয়ে দেন ছেলেকে। এরপরেই জুনায়েদ বাবাকে তাঁর ওপর ভরসা রাখতে বলেন। কপট রাগ দেখিয়ে আমির জুনায়েদকে ‘নেপো কিড’ বলে সম্বোধন করেন। এরপরেই জানা যায় ইউটিউবে মাত্র ১০০ টাকার বিনিময়ে দর্শকরা দেখতে পাবেন ‘সিতারে জমিন পর’।
আমিরের এই অনবদ্য বিজ্ঞাপনের স্টাইল দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। আন্দাজ আপনা আপনা সিনেমার স্টাইলে তৈরি করা হয়েছে গোটা বিজ্ঞাপনটি। কেউ কেউ বাবা-ছেলের অভিনয়ের প্রশংসা করেছেন কেউ আবার সলমন খানের অনুপস্থিতির কথা বলেছেন।
আরও পড়ুন: মুক্তির এখনও একমাসও অতিক্রান্ত হয়নি, তার মধ্যেই বড় সিদ্ধান্ত ‘ম্যাডাম সেনগুপ্ত’ নির্মাতাদের
আরও পড়ুন: চলে গেলেন কবি রাহুল পুরকায়স্থ, সাহিত্য জগতে অপুরণীয় ক্ষতি
প্রসঙ্গত, ইউটিউবে ছবিটি সার্চ করে আপনি ১০০ টাকার বিনিময়ে সিনেমাটি দেখার অনুমতি পাবেন। পেমেন্ট করার ৩০ দিনের মধ্যে যে কোনও সময় আপনি ছবিটি দেখতে পাবেন। অর্থ প্রদান করার জন্য আপনাকে ইউটিউব একাধিক পেমেন্ট অপশন দেবে, যার মধ্যে একটি বেছে নিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন।