
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
লোকসভার লড়াই বেশ জমজমাট হয়ে উঠেছে কলকাতা উত্তর কেন্দ্রে। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই নির্বাচন কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাওয়ার পরেই এবার নির্বাচন কমিশনের কাছে সুদীপের বিরুদ্ধে অভিযোগ জানালেন তাপস রায়। কলকাতার একটি নামী স্কুল দখল করে সুদীপ সেখানে রীতিমতো অফিস করে নির্বাচনী কাজ করছেন বলে অভিযোগ। নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে সুদীপের বিরুদ্ধে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তাপস।
আরও পড়ুনঃ অবসরের ইঙ্গিত সুদীপের, তৃণমূল প্রার্থীকে এবারই মাঠ ছাড়া করার চ্যালেঞ্জ তাপসের
অভিযোগ, উত্তর কলকাতার এই স্কুলটির নাম হল ক্যালকাটা বয়েজ স্কুল। সেই নামকরা স্কুলকে নিজের ঘর বানিয়ে সুদীপ সেখানে থাকছেন এবং নির্বাচনী কাজ চালাচ্ছেন। চিঠিতে তাপসের দাবি, সুদীপ বন্দ্যোপাধ্যায় যেখানে থাকেন তার ঠিকানা হল- ৭২/৪এফ/৩ এসএন ব্যানার্জি রোড, কলকাতা-১৪। এই ঠিকানাটি পড়ে ক্যালকাটা বয়েজ স্কুলের ক্যাম্পাসের মধ্যেই। অথচ সেই ক্যাম্পাসের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট রয়েছে এবং একটি পার্টি অফিস রয়েছে।
সেখান থেকে তিনি নির্বাচনের যাবতীয় কাজকর্ম পরিচালনা করছেন। শুধু এই নির্বাচনেই নয়, এর আগের নির্বাচনগুলিতেও একইভাবে স্কুল ক্যাম্পাসকে নিজের অফিস হিসেবে ব্যবহার করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাপসের দাবি, এ নিয়ে সুদীপের ওপর রীতিমতো ক্ষুব্ধ স্কুলের শিক্ষক এবং পড়ুয়াদের অভিভাবকরা। তবে সুদীপ রাজনৈতিক প্রভাব খাটানোয় তাঁরা কিছু বলতে পারছেন না। এভাবে চলতে পারে না বলে দাবি করেছেন তাপস। তাঁর বক্তব্য, এভাবে সেখান থেকে ভোটের কাজ হওয়ার ফলে পড়ুয়াদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে।
এমনকী বিগত নির্বাচনগুলির সময় ওই স্কুলকে বুথ হিসেবে ব্যবহার করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে তাপসের অভিযোগ। তাই শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে অপব্যবহার করায় সুদীপের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন বলে মনে করছেন তাপস।
তিনি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছেন, যাতে সেখান থেকে কোনওভাবেই তৃণমূল প্রার্থী ভোটের কাজ চালাতে না পারেন। তার জন্য পদক্ষেপ করতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন তাপস।
শুধু তাই নয় সুদীপের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী। তাঁর অভিযোগ, সুদীপ নিজের সাংসদ দফতর এবং স্ত্রীর বিধায়ক দফতরের জন্য বেআইনিভাবে নির্মাণ করছেন।
প্রসঙ্গত, তাপস রায় আগেই দাবি করেছিলেন, তার তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে আসার অন্যতম কারণ হল সুদীপ বন্দ্যোপাধ্যায়। দল ছাড়া পড়েও সুদীপের বিরুদ্ধে নিজের ক্ষোভের কথা জানিয়েছিলেন তিনি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports