জল্পনাই সত্যি হল। শতাব্দী রায়ের বিরুদ্ধে বীরভূম আসনে পদত্যাগী আইপিএস আধিকারিক দেবাশিস ধরকে প্রার্থী করল বিজেপি। শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের আরও ২ কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়। তার মধ্যে বীরভূম ছাড়া রয়েছে ঝাড়গ্রাম কেন্দ্রটি।তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত কেন্দ্র ঝাড়গ্রামে প্রণত টুডুকে প্রার্থী করেছে বিজেপি। সেখানকার বিদায়ী সাংসদ কুনার হেমব্রম গত মাসেই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। শুক্রবার তাঁকে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করতেও দেখা যায় তারই মধ্যে প্রণত টুডুকে সেখানে প্রার্থী ঘোষণা করল বিজেপি।ওদিকে বীরভূমে ২ বারের সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে লড়াই করবেন দেবাশিস ধর। গত সপ্তাহেই IPS আধিকারিকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। ব্যক্তিগত কারণে ইস্তফা বলে জানালেও তখন থেকেই লোকসভা নির্বাচনে তিনি বিজেপি প্রার্থী হতে চলেছেন বলে জল্পনা ছড়ায়।২০২১ সালে বিধানসভা নির্বাচনে শীতলখুচিতে CRPFএর গুলি চালানোর ঘটনার সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিসবাবু। তার পর ওই ঘটনায় তাঁকে জেরা করে সিআইডি। এর পর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে রাজ্য সরকার।এই নিয়ে এই নির্বাচনে দেবাশিসবাবু দ্বিতীয় পদত্যাগী IPS. এর আগে মালদা উত্তর কেন্দ্র থেকে প্রোমোটি IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল।