সোমবার রাজ্যে হবে পঞ্চায়েতের পুনর্নির্বাচন। রবিবার বিকেলে একথা জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তবে কত বুথে পুনর্নির্বাচন হবে তা জানাতে পারেননি তিনি। তবে পুনর্নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে বেলাগাম সন্ত্রাস দেখেছে রাজ্যবাসী। তার পর রাজ্যে অন্তত ১০০০ বুথে পুনর্নির্বাচন দাবি করেছে বিরোধী দল বিজেপি। রবিবার পুনর্নির্বাচন দাবি করেছে তৃণমূলও তবে বুথের সংখ্যা বা নাম জানায়নি তারা। এদিন বিকেলে রাজ্য নির্বাচন কমিশনার জানান, রাজ্যে বেশ কয়েকটি বুথে সোমবার পুনর্নির্বাচন হবে। ভোট হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। তবে কত বুথে ফের ভোটগ্রহণ হবে তা বলতে পারেননি কমিশনার। তিনি বলেন, এখনো সমস্ত জেলা থেকে রিপোর্ট পাইনি। রিপোর্ট পেলে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব।সঙ্গে তিনি জানান শনিবার রাজ্যে ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। যার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। সেখানে ভোটদানের হার ৮৪.৭৯ শতাংশ।রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণে কোনও বুথে দেখা পাওয়া যায়নি কেন্দ্রীয় বাহিনীর। এমনকী কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারে কমিশনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএসএফের ডিআইজি। তার পর পুনর্নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ঘটনা চোখে ধুলো দেওয়ার চেষ্টা বলে দাবি বিরোধীদের।