আইপিএল ২০২৫-এর মেগা নিলাম থেকে লখনউ সুপার জায়ান্টস ঋষভ পন্তকে ২৭ কোটি টাকার রেকর্ড অঙ্কে স্কোয়াডে নেয় দলকে নির্ভরতা দেওয়ার জন্য। তবে তখন হয়তো ঘুণাক্ষরেও কেউ অনুমান করতে পারেননি যে, চার ম্যাচের পরে সেই পন্তকেই আড়াল করতে হবে টিম ম্যানেজমেন্টকে।
এতদিন রান তোলার গতি বাড়াতে পন্তই সব থেকে বড় হাতিয়ার হিসেবে বিবেচিত হতেন। তবে ছবিটা হঠাৎ করেই বদলে গিয়েছে। এখন রান তোলার গতি যাতে না কমে, তার জন্য পন্তকে ব্যাট করতেই নামানো হল না। ইডেনে এমন ছবি দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা তৈরি ছিলেন না নিশ্চিত। পন্তের খেলা দেখার জন্য দর্শকরা মাঠে আসেন। দলের স্বার্থে ক্রিকেটপ্রেমীদের সেই ইচ্ছা অপূর্ণ রাখতে পিছপা হল না লখনউ।
চলতি আইপিএলের প্রথম চার ম্যাচে সাকুল্যে ১৯ রান সংগ্রহ করেছেন পন্ত। তিনি বিশাখাপত্তনমে দিল্লির বিরুদ্ধে ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি। হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৫ রান করেন পন্ত। লখনউয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫ বলে ২ রান করে আউট হন ঋষভ। একানায় মুম্বইয়ের বিরুদ্ধে ৬ বলে পন্তের সংগ্রহ মোটে ২ রান। বোঝাই যাচ্ছে যে ২৭ কোটির মহার্ঘ্য ঋষভ চলতি আইপিএলে চূড়ান্ত খারাপ ফর্মে রয়েছেন।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে পন্ত ছন্দে ফেরেন কিনা, সেই দিকেই তাকিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে ছন্দে ফেরা তো দূরের কথা, কেকেআরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে ডাগ-আউটে লুকিয়ে রাখলেন পন্ত। দল দারুণ পরিস্থিতিতে থাকা সত্ত্বেও পন্ত ব্যাট করতেই নামলেন না। অথচ শক্ত মঞ্চের উপর খোলা মনে ব্যাট করার সুযোগ ছিল ঋষভের সামনে। আসলে রান তোলার গতি বজায় রাখতেই সম্ভবত কঠিন সিদ্ধান্ত নেয় লখনউ টিম ম্যানেজমেন্ট।
যদিও পন্তকে ছাড়াই ইডেনে বিশাল রানের ইনিংস গড়ে তোলে লখনউ। তারা নিজেদের আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের দলগত ইনিংস গড়ে তোলে। ইডেনে নির্ধারিত ২০ ওভারে লখনউ ৩ উইকেটের বিনিময়ে ২৩৮ রান সংগ্রহ করে। আইপিএলে লখনউয়ের সর্বোচ্চ দলগত ইনিংস ৫ উইকেটে ২৫৭ রানের। ২০২৩ সালে মোহালিতে পঞ্জাবের বিরুদ্ধে সেই বিশাল ইনিংস গড়ে তোল সুপার জায়ান্টস। ঠিক তার পিছনেই জায়গা করে নেয় ইডেনের এই ইনিংস।
উল্লেখযোগ্য বিষয় হল, পন্ত এক্ষেত্রে নিজেকে ধোনিক মতো লুকিয়ে রাখলেন বটে, তবে তাতে প্রশ্ন উঠে গেল এই যে, তবে কি ঋষভকে বিশেষ দরকার নেই লখনউয়ের? তবে কি পুরানকে লিডারশিপের ক্ষেত্রে গুরুত্ব না দিয়ে অকারণে পন্তের পিছনে জলের মতো টাকা খরচ করেছে সুপার জায়ান্টস?
উল্লেখ্য, চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনি যেভাবে বাকিদের সামনের দিয়ে ঠেলে দিয়ে নিজে পিছনে নামছেন, তা নিয়ে বিস্তর সমালোচনা হচ্ছে। ক্রিকেটমহলে ঋষভ পন্ত মহেন্দ্র সিং ধোনির শিষ্য হিসেবেই বিবেচিত হন। সুতরাং, গুরুর পথে হাঁটতে চেয়েও পন্ত এক্ষেত্রে বিতর্কে জড়িয়ে পড়লেন।