শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের মরশুমের শুরুটা একেবারেই ভালো হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বিশেষ করে নিজেদের ঘরের মাঠে যেখানে আরসিবি অন্যান্য প্রতিপক্ষ ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে বেশ শক্ত গাঁট ছিল এতদিন। তারা নিজেদের ঘরের মাঠে এই মরশুমে আপাতত দুটি ম্যাচ খেলে দুটিতেই হারের সম্মুখীন হতে হয়েছে আরসিবি দলকে। প্রথমে কেকেআর এবং পরবর্তীতে লখনউ সুপার জায়ান্টস দলের কাছে হারতে হয় তাদের।
শেষ ম্যাচে সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদবের বিরুদ্ধে বেশ সমস্যায় পড়তে হয়েছিল আরসিবিকে। বিশেষ করে গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরুন গ্রিনদের বেশ দিশেহারা লেগেছে মায়াঙ্কের গতির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন তারকা অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর মতে চিন্নাস্বামীর নয়া ২২ গজের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে আরসিবির বিদেশি ব্যাটারদের। আর সেই কারণেই তারা সমস্যায় পড়েছিলেন।
আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে সুপার জায়ান্টসের ২১ বছর বয়সি পেসার মায়াঙ্ক যাদব দুর্দান্ত বোলিং করেছেন। তিনি মাত্র চার ওভার বোলিং করে দিয়েছেন ১৪ রান। নিয়েছেন তিনটি উইকেট। যার মধ্যে রয়েছে রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরুন গ্রিনের উইকেট। মায়াঙ্কের গতিকে সামলাতে সমস্যায় পড়তে হয় আরসিবি ব্যাটারদের।আরসিবি এই মরশুমে ইতিমধ্যেই চারটি ম্যাচ খেলে ফেলেছে। যার মধ্যে তিনটিতেই হেরেছে তারা। বল হাতে গ্লেন ম্যাক্সওয়েল ভালো বোলিং করলেও ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স ও ভালো না। তিনি চার ম্যাচে ০,৩,২৮ এবং ০ রান করেছেন। সমস্ত বিষয় নিয়ে কথা বলতে গিয়েই গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন বেঙ্গালুরুতে যেমন উইকেট আশা করেছিল আরসিবির বিদেশি ব্যাটাররা এবার তার থেকে উইকেট অনেকটা আলাদা হওয়ার ফলেই বেড়েছে সমস্যা।
গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন, ‘এই বছরে আমাদের শুরুটা একেবারেই ভালো হয়নি। এবারের শুরুটা ব্যক্তিগতভাবে আমার ও ভালো হয়নি। আমি মনে করি এবার পরিবেশ পরিস্থিতি বিচারে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি। আর এই কারণেই আমাদের হোম ম্যাচেও আমরা পিছিয়ে পড়েছি। আমি মনে করি গত বছর আমাদের উইকেটটা খুব সুন্দর উইকেট ছিল। যেখানে গতির বা বাউন্সের তারতম্য খুব বেশি ছিল না। আর সেই কারণেই আমরা প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছিলাম। এবারের উইকেট 'টু পেসড' অর্থাৎ ২২ গজে গতি এবং বাউন্সের হের ফের রয়েছে। আর সেই কারণেই বিদেশি ক্রিকেটাররা সমস্যায় পড়ছে। তারা ধারাবাহিক পারফরম্যান্স করতে পারছে না। আর সমস্যায় পড়ছে দল।’