
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পরপর দুই ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস। দিল্লির পরে এবার হাদরাবাদের কাছেও হারল চেন্নাই। শুক্রবার হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ। এবারের আইপিএল-এর ১৮তম ম্যাচে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৬৫ রান তোলে। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন শিবম দুবে। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ঝোড়ো সূচনা করে। ট্রেভিস হেড ও অভিষেক শর্মা দারুণ শুরু করে ইনিংসের ভিত তৈরি করেছিলেন। শেষ পর্যন্ত এনরিখ ক্লাসেনের ব্যাট হাতে টিকে থাকেন ও দলের জয় নিশ্চিত করে সানরাইজার্স হায়দরাবাদ। ১৮.১ ওভারে জয় নিশ্চিত করে হায়দরবাদ।
ম্যাচের কথা বললে, এদিনের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। টসে হেরে প্রথমে ব্যাট করতে আসা চেন্নাই সুপার কিংসের শুরুটা ভালো হয়নি। ১২ রান করে আউট হন রাচিন রবীন্দ্র। প্রথম উইকেটে রাচিন ও গায়কোয়াড়ের মধ্যে ২৫ রানের জুটি গড়ে ওঠে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ২১ বলে ২৬ রান করেন। ভুবনেশ্বর কুমার ও শাহবাজ আহমেদ উইকেট নিয়েছেন। ২৪ বলে ৪৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন শিবম দুবে।
আরও পড়ুন… IPL 2024: ভাগ্যের চাকা ঘোরাতে সোমনাথ মন্দিরে পুজো দিলেন MI ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া
অজিঙ্কা রাহানে ৩০ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। ১১ বলে ১৩ রান করে আউট হন মিচেল মার্শ। ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। দুই বলে এক রান করেন এমএস ধোনি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স, নটরাজন ও জয়দেব ১ টি করে উইকেট নেন।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ ঝোড়ো সূচনা করে। ১২ বলে ৩৭ রান করে আউট হন অভিষেক শর্মা। তাঁকে আউট করেন দীপক চাহার। ট্র্যাভিস হেড ২৪ বলে ৩১ রান করেন ও শেষ পর্যন্ত মহেশ থিকশাার শিকার হন। একটা সময়ে ৯.৪ ওভারে ১০৬ রানে ২ উইকেট হারিয়েছিল হায়দরাবাদ। এরপরে মার্কমার ৩৬ বলে ৫০ রান করে মইন আলির বলে LBW আউট হন। মইনের বলে ১৯ বলে ১৮ রান করে LBW আউট হন শাহবাজ আহমেদ। ১৫.৪ ওভারে ১৪১ রানের মাথায় চার উইকেট হারিয়েছিল হায়দরাবাদ। এরপরে ইনিংস এগিয়ে নিয়ে যান এনরিখ ক্লাসেন ও নীতীশ রেড্ডি। ১৮.১ ওভারে ছয় মেরে জয় নিশ্চিত করে হায়দরাবাদ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports