২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের পরবর্তী ম্যাচটি ৭ এপ্রিল খেলবে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি তারা তাদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবে। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে হার্দিক অ্যান্ড কোম্পানি। এই ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের জন্য সুখবর এসেছে। তাদের প্রিয় তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব এই ম্যাচের আগে মুম্বই শিবিরে ফিরে এসেছেন।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম তিন ম্যাচে অংশ নিতে পারেননি সূর্যকুমার যাদব। ইনজুরি এবং অস্ত্রোপচারের পরে, সূর্যকুমার যাদব বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং মুম্বই ইন্ডিয়ান্স ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকে তার ফিটনেস শংসাপত্রের অপেক্ষায় ছিল। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্স ও তাদের ভক্তদের অপেক্ষার অবসান হল।
মুম্বই ইন্ডিয়ান্স সূর্যকুমার যাদবকে স্বাগত জানিয়েছে এবং সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। এই সময় এই ভিডিয়ো পোস্ট করার সময় তারা ক্যাপশনে লিখেছেন, ‘যার জন্য ছিল আমাদের এতটা অপেক্ষা... পল্টন, সেই সূর্য দাদা এখানে চলে এসেছেন।’ IPL 2024-এর প্রথম তিন ম্যাচেই পরাজয়ের মুখে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স দল। এই মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সই একমাত্র দল যারা এখনও একটি ম্যাচও জিততে পারেনি। এখন দেখার সূর্যকুমার আসায় দলের পারফরমেন্স ও ফলাফলে কোনও পরিবর্তন হয় কিনা।
ইতিমধ্যেই গুজরাট টাইটানস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের কাছে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সূর্যকুমার যাদবকে ফিরিয়ে এনে মুম্বই ইন্ডিয়ান্স জয়ের ট্র্যাকে ফিরবে কি না সেটাই এখন দেখার। তবে তার উত্তর পাওয়া যাবে আগামী ম্যাচগুলোতেই। মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ ৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। মুম্বইকে পরের তিনটি ম্যাচ খেলতে হবে ঘরের মাটিতেই।
আরও পড়ুন… IPL 2024: পাঁচ দিনের ছুটিতে কতটা কাছে এলেন হার্দিক-রোহিত! ভাইরাল MI-এর জামনগরের ভিডিয়ো
মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্যাচটি ১ এপ্রিল খেলেছিল। এরপরে দলটি ছয় দিনের ছুটি পেয়েছিল। এই বিরতির সময়, মুম্বই ইন্ডিয়ান্স একটি টিম বন্ডিং কার্যকলাপও পরিচালনা করে এবং ড্রেসিং রুমের পরিবেশ উন্নত করার চেষ্টা করেছিল। গোটা দল এক সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিল। সেখানেই প্রত্যেক ক্রিকেটারের মধ্যে আলাদা রকম বন্ডিং তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করার পর থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে সবকিছু ঠিকঠাক নেই বলে মনে করা হচ্ছে। তবে এখন দেখার সূর্যকুমার যাদবের দলে যোগ দেওয়ার পরে কোন ছবি দেখা যায়।