বাংলা নিউজ > ক্রিকেট > কেন DC প্লে-অফে উঠতে পারল না? IPL 2025-এ নিজেদের শেষ ম্যাচে PBKS-কে হারিয়ে কারণ ব্যাখ্যা করলেন ফ্যাফ
পরবর্তী খবর
কেন DC প্লে-অফে উঠতে পারল না? IPL 2025-এ নিজেদের শেষ ম্যাচে PBKS-কে হারিয়ে কারণ ব্যাখ্যা করলেন ফ্যাফ
2 মিনিটে পড়ুন Updated: 25 May 2025, 08:01 AM ISTSanjib Halder
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫ মরশুমটি জয় দিয়ে শেষ করতে পেরে খুশি দিল্লি ক্যাপিটালস (DC)-এর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। তিনি স্বীকার করেছেন যে এটি দলের জন্য স্বস্তিদায়ক। তবে এর মাঝেই শীর্ষ চারে পৌঁছাতে না পারার মূল কারণ ব্যাখ্যা করেছেন ফ্যাফ ডু প্লেসি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫ মরশুমটি জয় দিয়ে শেষ করতে পেরে খুশি দিল্লি ক্যাপিটালস (DC)-এর অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। তিনি স্বীকার করেছেন যে এটি দলের জন্য স্বস্তিদায়ক। তবে এর মাঝেই শীর্ষ চারে পৌঁছাতে না পারার মূল কারণ ব্যাখ্যা করেছেন ফ্যাফ ডু প্লেসি। পুরো আইপিএল ২০২৫ মরশুমে দল যে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি, তার জন্যই যে দিল্লি ক্যাপিটালস প্লে-অফে উঠতে পারেনি, তা মেনে নিয়েছেন ফ্যাফ ডু প্লেসি।
পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে ছয় উইকেটের জয় দিয়ে দিল্লি তাদের মরশুম শেষ করল। এই মরশুমে তাদের ১৪টি ম্যাচের মধ্যে তারা মোট সাতটি ম্যাচ জিতেছে, ছয়টি হেরেছে এবং একটি ফলাফলহীন ছিল। টেবিলের পঞ্চম স্থানে থেকে দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্ট শেষ করল। পঞ্জাব কিংসকে হারিয়ে ডু প্লেসি নিজের দলের পারফরম্যান্স নিয়ে খোলামেলা বিশ্লেষণ করেন।
ফ্যাফ ডু প্লেসি বলেন, ‘জয় দিয়ে মরশুম শেষ করাটা গুরুত্বপূর্ণ। পঞ্চম স্থানে থাকা আমাদের মরশুমের একটি সঠিক প্রতিফলন, তবে শীর্ষ চারে থাকতে হলে আরও ধারাবাহিক হতে হবে।’ দিল্লি ক্যাপিটালস মরশুমের শুরুটা ভালো করেছিল, প্রথমদিকে চারটি ম্যাচ জিতে নিয়েছিল। কিন্তু মাঝপথে গিয়ে তাদের গতি হারিয়ে যায় এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তারা নিজেদের ছন্দ ধরে রাখতে ব্যর্থ হয়।
দক্ষিণ আফ্রিকার এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, ‘এটা এক ধরনের রহস্যই বটে। আত্মবিশ্বাসের অভাব, ফর্মে না থাকা এবং মৌলিক জিনিসগুলো ঠিকভাবে না করা। এই ব্যর্থতা সবকিছুরই মিশ্রণ।’
ডু প্লেসি আরও বলেন, ‘যখন আপনি ভালো খেলেন, তখন ছোট ছোট ফারাকগুলো আপনার পক্ষে যায়। কিন্তু প্রায় প্রতিবারই ব্যাটিং এবং বোলিং—দু'দিকেই পাঁচ-ছয় ওভারের একটি ছোট সময়ের ব্যবধানে আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি।’
এদিনের ম্যাচে সমীর রিজভি খেলেন একটি অসাধারণ জয়সূচক ইনিংস। মাত্র ২৫ বলে অপরাজিত ৫৮ রান করেন তিনি। এতে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। তাঁর এই বিস্ফোরক ইনিংসের সুবাদে দিল্লি ক্যাপিটালস ২০৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ১৯.৩ ওভারে তাড়া করে নাটকীয় ছয় উইকেটের জয় নিশ্চিত করে। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল শনিবার, জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে।