ইংল্যান্ডে প্রথম টেস্ট সফরের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর সংযোগ কাজে লাগিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। অল-রাউন্ডার হলেও অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত বর্ডার-গাভাসকর ট্রফিতে বিশেষ করে বল হাতে ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। তাই বুঝেছিলেন, দলে নিজের জায়গা ধরে রাখতে হলে ইংল্যান্ড সফরে কিছু পরিবর্তন আনতেই হবে।
সিরিজের আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ও অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের কাছে পরামর্শ চেয়েছিলেন। কামিন্স তাকে জানান, ইংল্যান্ডে আবহাওয়া খুব বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়।
এই বিষয়ে সাংবাদিকদের নীতীশ রেড্ডি বলেন, ‘আমি শুধু জিজ্ঞেস করেছিলাম ওনাকে (প্যাট কামিন্স) যে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডে কী পার্থক্য, কারণ এটা আমার প্রথম ইংল্যান্ড সফর। উনি বললেন এটা তেমন কোনও বড় পরিবর্তন না, তবে আবহাওয়ার দিকে খেয়াল রাখতে হবে এবং নিজের খেলায় মনোযোগ দিতে হবে।’
এরপরে নীতীশ আরও বলেন, ‘উনি আরও বলেছিলেন, যেহেতু আমি 'ইন্ডিয়া এ' দলের হয়ে দুটি ম্যাচ খেলব, চেষ্টা করো যতটা সম্ভব শেখার। তারপর তুমি নিজের মতো মানিয়ে নিতে পারবে।’ রেড্ডি আরও জানান, ভারতের বোলিং কোচ মর্নে মর্কেলের সঙ্গেওএই বিষয়ে তার বিস্তৃত আলোচনা হয়েছে।
নীতীশ বলেন, ‘মরনের সঙ্গেও অনেক কথা হয়েছে। আমার বোলিংয়ে ভালো উন্নতি হচ্ছে এবং ওনার সঙ্গে কাজ করতে আমি খুব উপভোগ করছি।’ তিনি জানান, অস্ট্রেলিয়া সফরের পর নিজেকে কথা দিয়েছিলেন যে বোলিংয়ে উন্নতি আনতেই হবে। আর বৃহস্পতিবার, তৃতীয় টেস্টের প্রথম দিনেই মিডিয়াম পেসার রেড্ডি দেখালেন তার উন্নতি। অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজে তিনি মোট ৪৪ ওভার বল করেছিলেন, কিন্তু IPL-এ খুব বেশি বল করেননি, ফলে অল-রাউন্ডার হিসেবে আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি ছিল।
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনেই নিজের প্রথম ওভারেই তিনি ইংল্যান্ডের দুই ওপেনার, বেন ডাকেট ও জ্যাক ক্রলিকে ফিরিয়ে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করেন। নীতীশ কুমার রেড্ডি আরও বলেন, ‘অস্ট্রেলিয়া সফরের পর মনে হয়েছিল, আমাকে বোলিংয়ে উন্নতি করতেই হবে। ধারাবাহিকতা অর্জন করাই এখন আমার লক্ষ্য।’