
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে দিল্লি ক্যাপিটালসের পরাজয়ের পর, মেন্টর কেভিন পিটারসেন বলেছিলেন যে, প্রতিপক্ষের শক্তি ঠেকাতে তাঁরা ধীর এবং কম বাউন্সের পিচের পরিকল্পনা করেছিলেন এবং একই কৌশল মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে ম্যাচের জন্যও বজায় থাকবে। এছাড়াও তিনি বলেছলেন দিল্লি তাদের আসল খেলা এখনও দেখায়নি।
সকলের চোখ এখন মঙ্গলবারের অরুণ জেটলি স্টেডিয়ামের দিকে। এদিন সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। দুই দল মাঠে নামবে স্টেডিয়ামের পঞ্চম পিচে, যার ফলে ব্যাটারদের জন্য কোনও ছোট দিকের সুবিধা থাকবে না। এবারের আইপিএলে কেকেআর যেভাবে ব্যাটিং করছে, তাতে ভালো ফল করতে গেলে তাদের ব্যাটিং বিভাগে বড় পরিবর্তন প্রয়োজন।
চলতি আইপিএলে কেকেআর সর্বনিম্ন বাউন্ডারি (১০৯টি) মারার রেকর্ড করেছে, এবং ছক্কা মারার দিক থেকে (৬১টি) দ্বিতীয় সর্বনিম্ন। শুধু চেন্নাই সুপার কিংস (৪৯টি ছক্কা) কেকেআরের চেয়ে কম ছক্কা মেরেছে। এই মরশুমে কেকেআর মোট ১২৪৫ রান করেছে — ১০টি দলের মধ্যে সর্বনিম্ন। গড় রান ২৩.৪৯, এটাও সবচেয়ে কম। ওভার প্রতি রান রেট ৮.৮৮ — দ্বিতীয় সবচেয়ে খারাপ (চেন্নাই সুপার কিংসের ৮.০৬ এর পর)।
ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে, শীর্ষ রান সংগ্রাহক অজিঙ্কা রাহানে (২৭১ রান) এবং দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অঙ্কৃষ রঘুবংশী (১৯৭ রান) এর মধ্যে বড় ফারাক। সুনীল নারিন (১৫১ রান), কুইন্টন ডি'কক (১৪৩ রান) ও বেঙ্কটেশ আইয়ার (১৩৫ রান)ও বিশেষ কিছু করতে পারেননি।
ব্যাটিং সমস্যার শুরু ওপেনিং থেকেই। কুইন্টন ডি'কক এবং সুনীল নারিন সাধারণত উদ্বোধনী জুটি হিসেবে নামলেও মাঝে মধ্যে মইন আলি-ডি কক এবং দুই ম্যাচে নারিন-রহমানউল্লাহ গুরবাজের জুটি দেখা গেছে।
ডি কক (যিনি সোমবার কেকেআরের নেট সেশনে ছিলেন না) এবং নারিন ছয় ম্যাচে মাত্র ১০৯ রান করেছেন। তাদের সর্বোচ্চ পার্টনারশিপ মাত্র ৪৬ রান, গড় রান ১৮.১৬ এবং রান রেট ৯.৯০। এই আইপিএলে শুধুমাত্র চেন্নাই সুপার কিংস (১৯.৭৭) ওপেনিংয়ে কেকেআরের (১৯.৮৭) চেয়ে খারাপ গড় করেছে, এবং দিল্লি ক্যাপিটালস (২৪.২২) তাদের পরবর্তী প্রতিপক্ষ।
আন্দ্রে রাসেলের কম ব্যবহারের বিষয়ে প্রশ্ন করা হলে হর্ষিত রানা ম্যাচের আগে বলেন, ‘এটা ক্রিকেট। ওঠানামা চলতেই থাকে। যদি আমরা পরপর দুটি ম্যাচ জিতি, যদি আমাদের ব্যাটসম্যানরা দুটি ম্যাচে ভালো খেলে, তখন আবার সবাই বলবে কেকেআরের ব্যাটিং লাইনআপ কতটা শক্তিশালী। তাই এসব চলতেই থাকে।’
কেকেআরের ব্যাটিং লড়াইয়ের প্রচেষ্টার সামনে দিল্লি ক্যাপিটালসের বোলিং বিভাগ কড়া প্রতিরোধ গড়ে তুলবে। রবিবার ধীর গতির পিচে দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল দুইটি উইকেট নেন, যদিও বাকিদের কাছ থেকে বিশেষ সহায়তা পাননি। আরসিবির বিরুদ্ধে উইকেটশূন্য থাকা মিচেল স্টার্কও নিজের প্রাক্তন দলের (কেকেআর) বিরুদ্ধে ভালো করার জন্য মরিয়া থাকবেন। মাঝের ওভারে কুলদীপ যাদবের ধাঁধাময় গুগলিরও বড় চ্যালেঞ্জ হতে পারে।
আরও পড়ুন … ব্রাজিলের নতুন কোচ হতে চলেছেন রিয়াল মাদ্রিদের হেড স্যার কার্লো আনসেলোত্তি! জুনেই নেবেন দায়িত্ব- রিপোর্ট
অক্ষর, বিপ্রাজ নিগম এবং কুলদীপ দিল্লির হয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারেন যদি কেকেআরের চলতি মরশুমের রেকর্ড ধরা হয়। এখন পর্যন্ত কেকেআর স্পিনারদের বিরুদ্ধে ২১টি উইকেট হারিয়েছে, যেখানে স্পিনারদের স্ট্রাইক রেট ১৭.০০। এটি আবার ১০ দলের মধ্যে সেরা।
ব্যাটাররা যখন আস্থা জোগাতে পারছেন না, তখন বোলারদের উপরই ভরসা রাখতে হবে। হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী এবং বৈভব আরোরা (প্রতিজনের ১১টি করে উইকেট) সেরা বোলার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, আর নারিন তাঁর ৭.৭৫ ইকোনমি রেট ধরে রেখেছেন।
আরও পড়ুন … ভিডিয়ো: জানো আমি কী ভেবেছিলাম? ম্যাচ শেষ করব তারপর… সামনে এল রাহুল-কোহলির আড্ডা
এই মুহূর্তে কেকেআরের ঝুলিতে সাত পয়েন্ট রয়েছে এবং বাকি পাঁচ ম্যাচে ১০ পয়েন্টের জন্য লড়াই চলছে। প্লে-অফের যোগ্যতা অর্জনের সুযোগ এখনও আছে। তবে শেষ তিন ম্যাচে মাত্র একটি পয়েন্ট পাওয়ার পর অজিঙ্কা রাহানে নেতৃত্বাধীন দলকে এখন ঘুরে দাঁড়াতেই হবে, নাহলে আগেই বিদায়ের প্রস্তুতি নিতে হবে। সেই অভিযান শুরু দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এখন দেখে নেওয়া যাক কোন একাদশ নিয়ে মাঠে নামতে পারে কলকাতা নাইট রাইডার্স।
আরও পড়ুন … সুনীল যোশীর ইন্টারভিউ নিলেন লক্ষ্মণ, আগরকর! BCCI CoE পদের লড়াইয়ে একাধিক বড় নাম
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), রিঙ্কু সিং, অঙ্কৃষ রঘুবংশী, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।
অভিষেক পোড়েল, কেএল রাহুল (উইকেটকিপার), ত্রিস্তান স্টাবস, ফ্যাফ ডু প্লেসি, করুণ নায়ার, বিপ্রাজ নিগম, অক্ষর প্যাটেল (অধিনায়ক), কুলদীপ যাদব, মুকেশ কুমার, দুষ্মন্ত চামিরা, মিচেল স্টার্ক।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports