
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারতের ক্রীড়া সম্প্রচারকদের এক প্রকার পরোক্ষ সমালোচনা করেছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সম্প্রচার মাধ্যমগুলোকে খেলাধুলা ও ক্রীড়াবিদদের বিষয়গুলোর ওপর বেশি মনোযোগ দিতে বলেছেন। বিরাট কোহলির মতে, কোনও খেলোয়াড়ের প্রিয় খাবার নিয়ে আলোচনা করার পরিবর্তে তাঁর খেলা নিয়ে কথা বলা বেশি ভালো।
কোহলি বর্তমান প্রজন্মের মধ্যে ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার। তার ব্যাটিং পারফরম্যান্স ও ব্যর্থতার পাশাপাশি, মাঠের বাইরের বিরাট কোহলির ব্যক্তিগত জীবন নিয়েও সকলের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়। কোহলির কী পছন্দ-অপছন্দ সেটি সম্বন্ধেও সকলে জানতে চান। যা সম্প্রচার মাধ্যমে বিশদভাবে আলোচিত হয়ে থাকে। তবে এই বিষয়টাই পছন্দ নয় বিরাট কোহলির।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিট, যা লিডার্স দ্বারা পরিচালিত, সেখানে এক আলোচনার সময় কোহলি মতামত দেন যে ভারত ধীরে ধীরে একটি ক্রীড়া-প্রধান দেশে পরিণত হচ্ছে। তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছেন।
৩৬ বছর বয়সি বিরাট কোহলি বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি আছে। আজ আমাদের কাছে সেই ভিত্তিও প্রস্তুত হচ্ছে। এটি সংশ্লিষ্ট সকলের একটি সম্মিলিত দায়িত্ব হওয়া উচিত। এটি কেবল অবকাঠামো বা যারা অর্থ লগ্নি করছেন তাদের বিষয় নয়, এটি দর্শকদের বিষয়ও। আমাদের শিক্ষার প্রয়োজন। সম্প্রচার অনুষ্ঠানে খেলাধুলা নিয়ে আলোচনা হওয়া উচিত, এটা নয় যে আমি গতকাল দুপুরে কী খেয়েছি বা দিল্লিতে আমার প্রিয় ছোলে-ভাটুরের দোকান কোনটি। ক্রিকেট ম্যাচের সময় এমন আলোচনা চলতে পারে না। বরং, একজন ক্রীড়াবিদ কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেটি নিয়ে কথা বলা উচিত।’
কোহলির পরবর্তী অ্যাকশন দেখা যাবে আইপিএল ২০২৫-এ, যেখানে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলবেন। ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে তার দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে।
আরও পড়ুন … ‘একটাই তো তারকা, তাঁকে বাদ দিলে ক্রিকেট চলবে কী করে?’ বাবরের পাশে পাক প্রাক্তনী
২০২৪-২৫ বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের ৪-১ ব্যবধানে পরাজয়ের পর, কিছু সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় যে, বিসিসিআই পুরো সফরজুড়ে ক্রিকেটারদের পরিবারের সদস্যদের সঙ্গে থাকার অনুমতি না দেওয়ার পরিকল্পনা করছে। প্রতিবেদনে বলা হয়, যদি কোনও সিরিজ ৪৫ দিনের বেশি স্থায়ী হয়, তবে খেলোয়াড়দের স্ত্রী বা পরিবারের সদস্যরা সর্বোচ্চ দুই সপ্তাহ তাদের সঙ্গে থাকতে পারবেন।
আরও পড়ুন … IPL 2025: ধোনির ফাঁদে পা দিয়েই ফেঁসে গিয়েছিলেন বেঙ্কটেশ আইয়ার! আজও ভুলতে পারেননি KKR-র তারকা
এই খবরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে, তবে কোহলি ক্রীড়াবিদদের জন্য পারিবারিক সমর্থনের গুরুত্ব তুলে ধরেছেন। কোহলি বলেন, ‘বাইরের পরিবেশে যখন কিছু বিতর্তিক ঘটনা ঘটে এবং যখন খুব চাপের মধ্য দিয়ে যেতে হয়, তখন পরিবারের কাছে ফিরে আসার অনুভূতি বোঝানো সত্যিই খুব কঠিন। আমি মনে করি না মানুষ এটা বোঝে যে, এটি আমাদের জন্য কতটা মূল্যবান। আমি এ বিষয়ে বেশ হতাশ। যাদের কোনও নিয়ন্ত্রণ নেই, তাদের এই আলোচনায় টেনে আনা হয় এবং সামনে রাখা হয়। সম্ভবত তাদের এই বিষয় গুলো থেকে দূরে রাখা উচিত।’
সম্প্রতি কোহলি ভারতীয় দলে ছিলেন, যারা ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তিনি পাঁচ ইনিংসে ৫৪.৫০ গড়ে ২১৮ রান করেন এবং তার স্ট্রাইক রেট ছিল ৮২.৮৯।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports