অবশেষে ভারতে এসে পৌঁছেছে বিরাট কোহলি, রোহিত শর্মারা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) তরফে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে বার্বাডোজ থেকে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার ভোর ৬.০০টায় এসে পৌঁছয় বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট টিম। বিমানবন্দর থেকে চাণক্যপুরীর আইটিসি মৌর্য হোটেলে যান রোহিতরা। সেখানে তাদের প্রাতঃরাশের জন্য কিছু দুরন্ত সুস্বাদু সব খাবার তৈরি করা ছিল। সব প্লেয়ারদের পছন্দ অনুযায়ী খাবার তৈরি রাখা হয়েছিল।
সেই সঙ্গে হোটেলের পক্ষ থেকে ভারতীয় জার্সির রঙের সঙ্গে মিলিয়ে একটি বিশেষ কেকও তৈরি করা হয়েছিল। নতুন দিল্লিতে অবতরণের আগে ১৬ ঘন্টা ফ্লাইটে কাটাতে হয় ভারতীয় দলকে। যাইহোক পছন্দ মতো খাবার খেয়ে যাতে ফ্লাইট যাত্রার ধকল যাতে রোহিতরা কাটিয়ে উঠতে পারেন, তার জন্যই হরেক রকমে সুস্বাদু খাবারের পাশাপাশি, বিভিন্ন ধরণের ঘরে তৈরি ট্রাফল, বিভিন্ন ধরণের চকলেট-কোটেড বাদামও রাখা হয়েছিল।
আরও পড়ুন: পারিবারিক কারণে চাকরি ছাড়ছেন দ্রাবিড়, দু'জনের নাম শর্টলিস্ট করা হয়েছে- দাবি জয় শাহের
আইটিসি মৌর্যের নির্বাহী শেফ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘কেকটি দলের জার্সির রঙের। তবে এর বিশেষত্ব হল বিশ্বকাপের ট্রফিটি। এই ট্রফিটি দেখতে আসলের মতো হলে, এটি চকলেট দিয়ে তৈরি করা হয়েছিল। পুরো রাত লেগেছিল এটি তৈরি করতে। বিজয়ী দলকে স্বাগত জানাতেই এই কেক তৈরি করা হয়েছিল। পাশাপাশি আমরা দলের প্লেয়ার এব বাকিদের জন্য বিশেষ প্রাতঃরাশের ব্যবস্থাও করেছি।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘আইটিসি মৌর্য স্থায়িত্বে বিশ্বাস করে, তাই সকালের প্রাতঃরাশে বাজরা দিয়ে তৈরি নানা বিকল্প ছিল। স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি পছন্দের ছোঁয়া রাখা হয়েছিল।’
আরও পড়ুন: T20I থেকে সরে দাঁড়ানোর কথা ভাবিইনি, কিন্তু… অবসরের রহস্য উস্কে দিলেন রোহিত
আইটিসি মৌর্যে প্রাতঃরাশের সময় টিম ইন্ডিয়া কী খেয়েছিল?
দলের জন্য একটি ত্রিস্তরের কেক প্রস্তুত করা হয়েছিল, যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে যাওয়ার আগে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় কেটেছিলেন। টাইমস ফুডের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু কাস্টম স্ন্যাকসের মধ্যে ছিল পেস্তা নান খাটাই, দারুচিনি পামিয়ার, চারোলি এবং পেপারিকা চিজ টুইস্ট। এছাড়া শুকনো টমেটো এবং অ্যামরান্থ পিনহুইলও সেখানে ছিল।
খেলোয়াড়দের ঘরে হাতে রোল করা চকোলেট ট্রাফল রোল রাখা ছিল। এছাড়া খাবার জন্য তৈরি চকলেট বল, ব্যাট, উইকেট এবং পিচও প্রস্তুত করা হয়েছিল। হোটেলের বুফেতে সকালের প্রাতঃরাশে, মরশুমের ফল যেমন- আম, জাম এবং চেরি অন্তর্ভুক্ত ছিল।
প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভারত অধিনায়ক রোহিতের শর্মার জন্য মুম্বই-স্টাইলের বড়া পাও রাখা হয়েছিল। বিরাট কোহলির জন্য আবার অমৃতসরি ধাঁচের ছোলে বাটুরেরও ব্যবস্থা করা হয়েছিল।