শুভমন গিল দ্বিচারিতা করছেন। এভাবেই ভারত অধিনায়ককে টার্গেট করলেন ইংল্যান্ডের বোলিং কোচ টিম সাউদি। লর্ডস টেস্টের তৃতীয় দিনের শেষে জ্যাক ক্রলির সঙ্গে সময় নষ্ট নিয়ে বিতর্কে জড়ান ভারত অধিনায়ক শুভমন গিল। দিন শেষের আগে ৬ মিনিটের খেলা বাকি ছিল, তখন ভারত চাইছিল ২ ওভার বোলিং করতে। আর ইংরেজ ওপেনার জ্যাক ক্রলি ইচ্ছাকৃতভারে দেরি করছিলেন, যাতে ১ ওভার বোলিং করতে পারে ভারত। বারবার সময় নষ্ট করায় ক্রলির ওপর মেজাজ হারিয়ে শুভমন গিল তর্ক জুড়ে দেন। যদিও টিম সাউদির মতে, গিলের কোনও অধিকারই ছিল না সেই কাজ করার। প্রসঙ্গত দুই দলই প্রথম ইনিংসে ৩৮৭ রান করে।
গিলের কাজে বিরক্ত হয়েই টিম সাউদি বলছেন, যে ভারত অধিনায়ক নিজেও কিন্তু দ্বিতীয় দিনে বেশ খানিকটা সময় অপচয় করেছেন। ইংল্যান্ডের বোলিং কোচের কথায়, ‘দুই দলের ক্রিকেটাররাই যেভাবে নিজেদের বিরক্তি প্রকাশ করছেন, সেটা দেখে ভালোই লাগছে। তবে কি নিয়ে ওরা অভিযোগ করছে জানি না, কারণ কাল তো শুভমন গিলও শুয়ে পড়ে ফিজিওর থেকে ম্যাসাজ নিচ্ছিল। এটা খেলারই অঙ্গ, যে দিনের শেষদিকে এরকম একটু আধটু করা হয়। তবে বেশ উত্তেজনাপূর্ণভাবেই শেষ হয়েছে আজকের দিনটা ’।
এরপর সাউদি আরও বলছেন, ‘দুই দলই আজকে বেশ ভালো ক্রিকেট খেলেছে, খেলার স্পিরিটও বজায় রেখে। দিনের শেষে বেশ ভালোই মাত্রা যোগ পেয়েছে ম্যাচটাই। আকর্ষিত হয়েছে সকলেই। তিন দিন ধরে অনেক খেলা হয়েছে, তাই এই ধরণের আগ্রাসন দুই দলের থেকে দেখেই ভালো লাগছে। হয়ত ওভার রেট কম হওয়াটা উচিত নয়, তবে এখানে বড্ড গরম রয়েছে। তাই অন্যান্য সময়ের থেকে ড্রিঙ্কস ব্রেক বেশি হয়েছে। বলের জন্যেও অনেকবার খেলা থেমেছে, এছাড়াও ডিআরএসের জন্যেও সময় অতিরিক্ত লেগেছে। তবে ৩২ ওভার তিন দিনে নষ্ট হওয়াটা সত্যিই একটু বেশি ’।